স্পিকারের কৌশলকে সাধুবাদ!

আবু আলী
Published : 4 Sept 2012, 03:10 PM
Updated : 4 Sept 2012, 03:10 PM

সংসদ সদস্যদের সতর্কভাবে কথা বলার অনুরোধ করা সত্ত্বেও কোন কাজে আসেনি। কিন্তু সংসদে শিশুদের প্রবেশাধিকার দেওয়ার সঙ্গে সঙ্গে সংসদ সদস্যদের প্রতি অনুরোধ করেন স্পিকার আবদুল হামিদ অ্যাডভোকেট। তিনি সংসদ সদস্যদের উদ্দেশ বলেন, সংসদে শিশুরা আছেন এজন্য সাংসদদের সতর্কভাবে কথা বলার অনুরোধ জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ। খবর প্রথম আলো। উল্লেখ্য, সংসদে ১২ বছরের কম বয়সী ছেলে-মেয়েদের সংসদের গ্যালারীতে প্রবেশ নিষেদ ছিল। কিন্তু ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ এখন থেকে শিশুরা জাতীয় সংসদের অধিবেশন দেখবে। স্পিকার মনে করেন, আজকে যেসব শিশু সংসদ কাজ দেখছে, তারা সংসদ সদস্যদের অংশগ্রহণ ও বক্তব্য উপস্থাপন থেকে অনেক কিছু শিখতে পারবে। এতে একদিকে শিশু বয়স থেকেই গণতন্ত্রের চর্চা ও প্রক্রিয়া সম্পর্কে ধারণা পাবে এবং ব্যক্তিজীবনে এর চর্চার মাধ্যমে গণতন্ত্রের চলার পথকে আরও বেগবান করবে। অপরদিকে সংসদ সদস্যরাও সাবধানতার সঙ্গে কথা বলবেন। মাননীয় স্পিকারের এমন কৌশলকে সাধুবাদ জানাই। তার এই কৌশল সত্যি প্রশংসনীয়। মাননীয় স্পিকার গণতন্ত্রকে সুসংহত করার জন্য আপনার এমন কৌশলের জন্য আপনাকে ধন্যবাদ।