এসিড নিক্ষেপdbcjgNdb-ধর্ষণ-খুন দিন দিন বেড়েই চলেছে

আবু আলী
Published : 17 Jan 2013, 06:05 PM
Updated : 17 Jan 2013, 06:05 PM

বাংলাদেশ যখন ডিজিটালযুগে প্রবেশ করতে যাচ্ছে ঠিক সেই সময় আরেকটি চক্র দেশকে আইয়ামে জাহিলিয়াতের দিকে ঠেলে দিচ্ছে। প্রতিদিনই পত্রিকায় খবর বেরুচ্ছে ধর্ষন, খুন আর এসিড নিক্ষেপের। এসিড নিপে, ধর্ষন, খুন দিন দিন বেড়েই চলেছে। দেশের যে কোনও জায়গায় এসিড নিপে, শিার্থী নির্যাতনের জন্য শিামন্ত্রীকেই খোঁজ নিতে হয়। তা না হলে কোন কাজ হয় না। ইডেনের ছাত্রীর ওপর অ্যাসিড নিপেকারীদের দ্রুত বিচার ও শাস্তির কথা বলেছেন শিামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে তিনি কথা বলবেন বলে জানিয়েছেন।

কিন্তু এসব বিষয়েও কেনশিামন্ত্রীকে খোঁজ নিতে হবে। এর আগেই ব্যবস্থা নেওয়া উচিৎ নয় কি? আমরা দাবী করছি দেশকে শতভাগ মানুষকে শিতি করব। কিন্তু শিার্থীদের নিরাপত্তাই যদি না থাকে তাহলে সরকারের ওই পরিকল্পনা ভেস্তে যাবে। তাই আসুন দেশকে শতভাগ স্বারতা নিশ্চিত করতে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করি।