চাটগাঁওয়ের পথে ঢাকা, বৃষ্টিতে জনদুর্ভোগ চরমে

আবু আলী
Published : 23 June 2014, 06:00 AM
Updated : 23 June 2014, 06:00 AM

গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ফলাও করে চট্টগ্রাম নগরবাসীর দুর্ভোগের খবর দিচ্ছে। কিন্তু ঢাকারও একই অবস্থা। কিন্তু নগরবাসীকে এ দুর্ভোগ থেকে মুক্তি দিতে সেবা সংস্থাগুলোর উদ্যোগ নেই। গত কয়েকদিনে ঢাকাবাসীকেও দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনগণ শুধু ট্যাক্সই পরিশোধ করবে কিন্তু সেবা পাবেন না। আজ সকাল সাড়ে নয়টায় আধা ঘন্টা বৃষ্টিতেই রাজধানী ঢাকার প্রধান প্রধান সড়কগুলো তলিয়ে গেছে। ফলে রাজধানীজুরে স্থবিরতা দেখা দিয়েছে। এরপ্রভাব পরেছে ব্যবসা-বাণিজ্যেও। আজকের এ বৃষ্টিতে নগরজুড়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা৷ কোনো কোনো সড়কে কোমরসমান, আবার কোথাও এর চেয়ে বেশি পানি জমে৷

সরকার আসে সরকার যায়। জনগনের ওপর করের বোঝা বারে। বারে উন্নয়ন বাজেটও কিন্তু শুধু সেবা বাগে না। এজন্য একটু বৃষ্টিতেই জনগণের দুর্ভোগ পোহাতে হয়। কবে এসব দুর্ভোগ থেকে মুক্তি পাবে জনগন?