স্বৈরাচার বলবেন না, মনে ব্যথা পাই – এরশাদ

মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি
Published : 9 July 2012, 10:23 AM
Updated : 9 July 2012, 10:23 AM

সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ তাকে স্বৈরাচার না বলতে সাংসদদের কাছে আবেদন করেছেন। তিনি বলেন, ভাইরা আমাকে স্বৈরাচার বলবেন না মনে ব্যাথা পাই,মনে দুঃখ পাই। এবারকার বাজেট আলোচনায় সাবেক এই স্বৈরশাসক এরশাদ এই আবেদন করেন। সংসদে যখন এরশাদ এই আবেদন জানান তখন সরকার দলীয় এমপিরা টেবিল চাপড়িয়ে বলতে থাকেন ঠিক আছে আমরা আর আপনাকে স্বৈরশাসক বলব না। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল জলিল বলেন, আমরা তাকে দুঃখ দিতে চাই না, তিনি আমাদের সহযাত্রী, সুতরাং আমরা তাকে আর স্বৈরশাসক বলব না।

ওনারা কি একবারও চিন্তা করেছেন ডাক্তার মিলনের কথা? নাম না জানা এমন হাজারও মিলনের কথা, যারা ঐদিন গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিজেদের প্রান বিসর্জন করেছেন। তারা কিন্তু দুনিয়াতে নাই, তাদের কর্মের ফলাফলটাই আমাদের সকলের কাছে আছে স্মরনীয় হয়ে। আজ আমরা তাদের রক্তের সাথে বেঈমানি করব? এটা কিছুতেই হয় না। যারা গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন বিসর্জন দিয়েছেন, তারা জাতির শ্রেষ্ঠসন্তান, তাই আমাদের এরশাদ মনে ব্যাথা পাক না কষ্ট পাক, তাকে স্বৈরাচার -ই বলতে হবে ।