দেশবাসির একটাই প্রশ্ন

মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি
Published : 14 July 2012, 06:17 PM
Updated : 14 July 2012, 06:17 PM

১৪ দলিয় মহাজোট সরকারের বিগত সাড়ে তিন বছরে বিভিন্ন খাতে অনিয়ম, অব্যবস্থা,দলবাজি , টেন্ডারবাজি , কমিশন বানিজ্য , ঘুষ-দুর্নীতি ও লুটপাটের কারনে দেশের অর্থনীতি ধ্বংসের পথে প্রায়। সরকার ও প্রশাসনের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের অনিয়ম-দুর্নীতি , নিন্মমানের সামগ্রী ব্যবহার এবং কাজ শেষ না করেই ভুয়া বিলের মাধ্যমে কোটি কোটি টাকা তুলে নেয়ার প্রবনতা বেশী।
অর্থবছরের শেষদিকে তড়িঘড়ি করে কোটি কোটি টাকার সরকারি কার্যাদেশ বাস্তবায়নে একদিকে কোটি কোটি টাকার অপচয় , দুর্নীতি ও লুটপাট হচ্ছে , অপরদিকে বর্ষার সময় রাস্তা ও অবকাঠামো নির্মাণের কারনে জনদুর্ভোগও চরমে উঠছে । দেশের জনগনের হাজার হাজার কোটি টাকা বিভিন্ন উপায়ে অপচয় ও লুটপাট এবং দুর্ভোগ বন্ধে মহাজোট সরকার কি শুধু ব্যার্থতার পরিচয় দিয়েই যাবে ? দেশবাসির এখন একটাই বড় প্রশ্ন..