জার্মানীর বাদেন প্রদেশের কার্লস্রু শহরে ১৭১৫ সালের ঐতিহাসিক রাজপ্রাসাদ

মোনেম অপু
Published : 12 Oct 2012, 09:02 PM
Updated : 12 Oct 2012, 09:02 PM

১৭১৫ সালে কার্ল উইলহেম ভন বাদেন এই প্রাসাদ বা কাস্‌ল স্থাপন করেন। এর মাধ্যমে তিনি গোড়াপত্তন করেন শহরটির। শহরটিতে বসতি স্থাপনে মানুষকে আগ্রহী করে তোলার জন্য তিনি ধর্মীয় স্বাধীনতাসহ নানা নাগরিক সুযোগ-সুবিধাও প্রদান করেন। প্রাসাদটি একটি বৃত্তাকার চত্বরের উপর নির্মিত এবং প্রাসাদের সম্মুখ দিকে সড়কগুলো এই প্রাসাদকে কেন্দ্র করে সরল রেখায় দূরের দিকে প্রসারিত এমনভাবে যে, সব সড়ক থেকে প্রাসাদটি দেখা যায় এবং সড়কগুলি একটি হাতপাখার মত অবয়ব তৈরি করেছে। একারণে এই শহরটিকে আবার 'ফ্যান সিটি'ও বলা হয়।