রানওয়ে থেকে ছিটকে পড়া বিদেশী উড়োজাহাজ। দেশটি শেষে অনেক কিছুই খুলে নিয়ে চলে গেছে, ফেলে গেছে শুধু খোলটা।
উড়োজাহাজের খোল
ক্যাটেগরিঃ ফটো
ক্যাটেগরিঃ ফটো
রানওয়ে থেকে ছিটকে পড়া বিদেশী উড়োজাহাজ। দেশটি শেষে অনেক কিছুই খুলে নিয়ে চলে গেছে, ফেলে গেছে শুধু খোলটা।
সুকান্ত কুমার সাহা বলেছেনঃ
মার্কাটা কি MH370 ছিল নাকি? তাহলে কিন্তু আপনাকে আর আমরা ব্লগে ধইরা রাখতে পারুম না! পুড়াই উইড়া যাবেন? বোয়িং -এ চাকরি নিশ্চিত!
— পাড়লে আমাকে সাথে লইয়েন!
বিঃ দ্রঃ ওস্তাদ! আপাতত আপনার উপদেশ মেনে কমেন্ট করা থেকে বিরত আছি! 😀
মোনেম অপু বলেছেনঃ
সুকান্ত, খুব ভাল। দেখতেই পাচ্ছি। কমেন্ট করে ফের হাসিও দিচ্ছেন। কমেন্ট করতে থাকুন। আমি কমেন্ট না করার সর্বনাশা উপদেশ কই দিলাম আবার?
সুকান্ত কুমার সাহা বলেছেনঃ
বিষয় এটা না; বিষয় হলো MH370 টা কোথায়? অথবা যাত্রীবাহী বিমানের নিরাপত্তা কোথায়?
—- এই যে আবারও কমেন্ট করে ফেললাম! 😀
মোনেম অপু বলেছেনঃ
মনে হয় পানির নিচে। কর্তাবাবুরা তো তা-ই বলছে। ভাই, যে ছেলে অন্য কোথাও চাকুরি নিতে না পেরে যেখানে চাকুরি করছে সেখানেই করছে তার আবার বোয়িং বা এয়ারবাস….. 😥