নগর নাব্য ২০১৬’র মোড়ক উন্মোচন

মোনেম অপু
Published : 19 Feb 2016, 05:47 PM
Updated : 19 Feb 2016, 05:47 PM

বিডিনিউজ২৪.কম ব্লগের ছয়জন ব্লগারের ছয়টি ভ্রমণ কাহিনীর সমন্বয়ে ২০১৬ সালের নগর নাব্য বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হলো বাঙলা একাডেমির নজরুল মঞ্চে আজ ১৯ ফেব্রুয়ারি ২০১৬ শুক্রবার বিকেলে। মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট কবি মুহম্মদ নূরুল হুদা। অনুষ্ঠানে ব্লগারদের মধ্য থেকে উপস্থিত ছিলেন ফারদিন ফেরদৌস, রাশেদ, জহিরুল ইসলাম রাসেল, রোদেলা নীলা, ইলিয়াস মাহমুদ, জয়নাল আবেদীন, আতাস্বপন, শফিক মিতুল, ফারুক আব্দুল্লাহ, জুলফিকার জুবায়ের, জাহেদ-উর-রহমান, আইরিন সুলতানা। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন বইমেলায় আগত অনেকেই। একই সাথে পালন করা হলো বিডিনিউজ২৪.কম ব্লগের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী আইরিন আপার আনা একটি সুস্বাদু কেক কেটে। সম্মাননা পেয়েছেন দু'জন নতুন তুখোর ব্লগার: ফারদিন ফেরদৌস ও জয়নাল আবেদীন। নিদর্শন হিসেবে প্রদান করা হয়েছে খুবই সুন্দর দু'খানা ক্রেস্ট। অন্যদিকে, র‍্যাফেল ড্র করে গতবারের নগর নাব্য উপহার পেলেন রাশেদ ও জহিরুল ইসলাম রাসেল। প্রধান অতিথিকে উপহার দেয়া হয়েছে বিডিনিউজ.কম ব্লগের দৃষ্টিনন্দন একটি ক্রেস্ট।

আকারে ছোট হলেও চমৎকার একটি বই। ছাপা, কাগজ, প্রচ্ছদ সবই অনন্যরূপে সুন্দর। ব্লগার শফিক মিতুলের একক পরিশ্রমে, যত্নে ও কাজে এই কিউট লিটল বইটা বের হলো। এই পোস্টটি আমার জন্য তাকে অনেক সাধুবাদ ও ধন্যবাদ জানানোর এবং তার প্রতি আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করার সুযোগ ও সৌভাগ্য স্বরূপ। শ্রদ্ধেয় কবির সান্নিধ্য লাভের, তাঁর পাশে নিজেদেরকে দেখবার সুযোগ তৈরি করার এবং পুরো অনুষ্ঠানটি আয়োজনে ও পরিচালনায় ব্লগার আইরিন সুলতানার চিন্তা, সুপরিকল্পনা ও শ্রম এককভাবেই কাজ করেছে। তাকেও আমাদের আন্তরিক ধন্যবাদ।


অনুষ্ঠান শুরুর আগে মঞ্চে উপস্থিত কয়েকজন ব্লগার।
.


প্রধান অতিথি কবি নূরুল হুদা, পাশে অনুষ্ঠানের সূচনা করছেন ব্লগার আইরিন সুলতানা।
.


মোড়ক উন্মোচন করেই কবি ধরিয়ে দিলেন বই, নিজেও ধরলেন একটা।
.


আইরিন আপার আনা কেক।
.


কেক কেটে দিচ্ছেন আইরিন আপা।
.


'
ছবিগুলো তুলেছেন ব্লগার জুলফিকার জুবায়ের।
ক্রেস্ট ও বই উপহারের ছবিগুলো আমার কাছে নেই। অন্য কোনো ব্লগার ছবিগুলো দিয়ে লিখলে এই গুরুতর অভাবটা পূরণ হতো।

এ সম্পর্কিত ব্লগ:
সাধারণ মানুষের সাংবাদিকতা – রোদেলা নীলা
নাগরিক সাংবাদিকতার প্লাটফরম বিডি ব্লগ – জয়নাল আবেদীন
প্রথম ছুঁয়ে দেখা তবুও কত যে আপন! – আতাস্বপন
আলোর পথের জ্ঞানের মশাল ব্লগ.বিডিনিউজ২৪.কম – ফারদিন ফেরদৌস

এ সম্পর্কিত ভিডিও:
নাগরিক সাংবাদিকতায় ৫ম বর্ষপূর্তি-২০১৬! – ফারদিন ফেরদৌস