স্যামসাং নোট সেভেন ব্যাটারি বিস্ফোরণ আগুন

মোনেম অপু
Published : 2 Sept 2016, 08:58 PM
Updated : 2 Sept 2016, 08:58 PM

স্যামসাং সদ্য রিলিজকৃত ও ইতোমধ্যে ১০টি দেশে বাজারজাতকৃত সুপার-ডুপার ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি নোট সেভেন বাজার থেকে উঠিয়ে নিচ্ছে এবং একই সাথে নতুন দেশে বাজারজাত করাকে সাময়িকভাবে স্থগিত করেছে। জার্মানির ডয়েচে টেলিকম অর্ডার দেয়া ও ফ্রান্সের অরেঞ্জ প্রি-সেলস কার্যক্রম বন্ধ করেছে। এসব কিছুর কারণ হচ্ছে, সেটের ব্যাটারির বিস্ফোরণ ও তাতে আগুন ধরে যাবার ঘটনার রিপোর্ট। দিগার্ডিয়ানবিবিসি এর অনলাইন প্রকাশনা থেকে জানা যায়, ৩৫টি নোট সেভেন সেটের ব্যাটারিতে এযাবৎ বিস্ফোরণ ও আগুন লেগে যাবার ঘটনা ঘটেছে। তবে স্যামসাং কর্তৃপক্ষ পুরো সাপ্লাই চেইনসহ বিষয়টিকে তদন্ত করে দেখবে বলে জানিয়েছে। স্যামসাং নিউজরুম সূত্রে জানা যায়, তারা সব বিক্রি হওয়া সেট বদল করে নতুন সেট দেবে।

ক'দিন মাত্র আগে স্যামসাং তার সবচে বড় ডিসপ্লের ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি নোট সেভেন বাজারে ছেড়েছিল। তার আগে গ্যালাক্সি এস সেভেন এজ রিলিজ করে স্যামসাং আইফোনের সামনে ছুড়ে দিয়েছিল শক্ত চ্যালেঞ্জ। দেখতে অত্যন্ত সুন্দর কাজেও চমৎকার ৫.৫ ইঞ্চির এস সেভেন স্যামসাংকে একটি বড় মাপের উল্লম্ফন দিয়েছিল। তার ঠিক পরপরই ৫.৭ ইঞ্চি স্ক্রিনে মুক্তহাতে লেখালেখি-আঁকাবুকি করার এস-পেন সম্বলিত এবং দেখতে এস সেভেন এর চেয়েও খানিকটা বেশী সুন্দর নোট সেভেন নিয়ে স্যামসাং আশা করেছিল বিশাল সাফল্যের। সমালোচক ও ক্রেতাদের কাছ থেকে ফোনটি ইতিবাচক সাড়াও পেয়েছিল বিপুলভাবে। কিন্তু এখন কোম্পানিটি বড় ধরণের একটি ধাক্কা খেল। শিগগিরই আইফোন তার নতুন সেট নিয়ে বাজারে আসছে। আইফোনের আসন্ন রিলিজ স্যামসাংয়ের বিপদকে আরও গুরুতর করে দিল।