সব কিছুই তো মেনে নিলাম!

লেখক আবীর
Published : 12 Sept 2015, 11:30 AM
Updated : 12 Sept 2015, 11:30 AM

আট টাকার চাল ৪০ টাকা হলো । মেনে নিলাম সাত টাকার পেয়াজ ১১০ টাকা হলো । মেনে নিলাম নয় টাকার কেরোসিন ১০৫ টাকা হলো । মেনে নিলাম বিশ টাকার সয়াবিন তেল আজ কত টাকা..??

মেনে নিলাম শেখ মুজিবর রহমান স্বাধীনতার ডাক দিয়েছে । মেনে নিলাম মেজর জিয়া স্বাধীনতার ঘোষনা দিয়েছেন । মেনে নিলাম নয় মাসের স্বাধীনতা যুদ্ধ করতে হইছে । মেনে নিলাম ৪৪ বছর ধরে শোষন হচ্ছি রোজ । মেনে নিলাম পদ্মা সেতুর নামে কোটি টাকা লাপাত্তা ।

মেনে নিলাম চার হাজার কোটি টাকার দুর্নীতি হলো । মেনে নিলাম শেয়ার বাজার ধসে বহু লোক গলায় দড়ি দিলো । মেনে নিলাম অবৈধ ভাবে ক্ষমতায় যায় সরকার ।

মেনে নিলাম গর্ভবতী মায়ের পেটে গুলি করে রক্তাক্ত শিশু । মেনে নিলাম পাইপের চিপায় পড়ে জুস খায় শিশু জিহাদ । মেনে নিলাম পানির বদলে ঘাম খায় দরিদ্র রাজন । মেনে নিলাম ইসলামের কথা বললে ফাঁসি দড়িতে ঝুলায় । মেনে নিলাম দু টাকার ডিম ১০ টাকা দিয়া কিনতে হয় ।

মেনে নিলাম দুইশত টাকার গ্যাস ১০০০ টাকা হলো । মেনে নিলাম দুই টাকার ইউনিটের বিদ্যুৎ আট টাকা হয় ।

এত কিছু মানার পরে ও সামান্য ৭.৫% ভ্যাট এই জাতি মানবে না তা কি হয় নাকি..?? মেনে নিবো কিছু দিন পর ।

আমরা বড্ড আবেগি জাতি তাই হুট করে কিছু মেনে নিতে চাই না।

কিন্তু কিছুদিন পর কয়েকটা লাশ পড়ার পর আমরা ঠিক মেনে নেবো…!!

ভাগ্যিস ১০ % করে নাই ভ্যাট মাত্র ৭.৫% ভ্যাট দিয়া সারাই দিছে । তাই চুপচাপ ভ্যাট দিয়া দেন । ভ্যাট দিয়ে দেশ ও জাতির অবৈধ সন্তানদের অর্থ সম্পত্তির উন্নতির পিছনে ভুমিকা রাখুন.!!!

এক মত তো???