কুইজ প্রতিযোগিতা বনাম মোবাইলে টাকা হাতিয়ে নেওয়া!!!

মগজ - ধোলাই
Published : 7 Nov 2012, 09:15 AM
Updated : 7 Nov 2012, 09:15 AM

হাঙ্গর টিভির সাপ্তাহিক কুইজে আপনাদের স্বাগতম । আমাদের আজকের পর্বে আছেন , বরাবরের মত ২ জন অতিথি । আসুন জেনে নেয়া যাক আজকের কুইজটি । আজকের কুইজ হচ্ছে ।

কোন নদীর উপর পদ্মা সেতু হবে হবে বলে হচ্ছে না ?

অপশান গুলো হচ্ছে …….
A/ পদ্মা
B/ মেঘনা
C/ যমুনা
D/ ধোলাই খাল

সঠিক উত্তরটি জানিয়ে আপনার মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন । ABHK (মানে আমি বাবার হোটেলে খাই) তারপর অপশান A/B/C/D এবং পাঠিয়ে দিন ৪২০ নাম্বারে । যেকোন মোবাইল থেকে । আগামী রবিবার ঠিক দুপুর ১২ টার মধ্যে । যত খুশি তত এসএমএস পাঠাতে পারেন এবং সবচেয়ে বেশি সঠিক উত্তর দাতার জন্য রয়েছে ছাগলনাইয়া থেকে আমদানি করা মহামুল্যবান রাম ছাগল (মূল্য ৫০০০ টাকা) । দ্বিতীয় পুরষ্কার, গুলিস্তান থেকে সদরঘাট যাওয়ার ফ্রি বাসের টিকেট (পকেট সাবধান) । তৃতীয় পুরষ্কার ঈদে বাড়ি যাওয়ার জন্যে ট্রেনের ফ্রি টিকেট (ছাদে) – মঈ সাথে নিয়া আসবেন । আর বকি সবার জন্য রয়েছে মহামূল্যবান দেশী মূলা । এবার আসুন অতিথিদের সাথে আলাপ করা যাক । আমাদের আজকের অতিথি , আমার ডান পাশে আছেন বিশিষ্ট ব্লগার জাহিদ হাসান এবং বামপাশে আছেন আরেক ব্লগার কালেরকন্ঠ । তো জাহিদ ভাইয়ের কাছে আমার প্রশ্ন সম্রাট শাহজান তাজমহল বানাতে পেরেছিলেন , আমাদের মহারানী কি পদ্মা সেতু বানাতে পারবেন ? (খুব সংক্ষেপে বলতে হবে হাতে সময় খুব কম ) । জাহিদ ভাই ; আমার মতে এই সময়ে পদ্মা সেতুর চেয়ে ও অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে , সরকারের উচিত হবে সেদিকে নজর দেওয়া । জাহিদ ভাই আপনাকে থামাতে হচ্ছে , একটা দর্শক ফোন করেছেন , ফোনটা নিয়ে ফিরছি । সুপ্রিয় দর্শক আপনার নাম বলে প্রশ্নটা করুন খুব সংক্ষেপে । আমার নাম প্রবাসী আমি সৌদি আরব থেকে বলছি , আমার কথা হল উপস্থাপক এত কথা বললে অতিথিরা কি বলবে ? লাইনটা মনে হয় কেটে দিয়েছে / ও না কেটে গিয়েছে । দর্শক আমরা দুঃখিত আপনি আবার চেষ্টা করুন । এবার আসি কালের কণ্ঠভাইয়ের কাছে , আপনার কি মনে হয় পদ্মা সেতু কি আদৌ হবে । কালেরকন্ঠ, হবে না মানে পদ্মা সেতু অবশ্যই হবে যত ষড়যন্ত্র হোক না কেন পদ্মা সেতু হবে , হতেই হবে এবং পদ্মানদীর উপরই এই সেতু হবে । সুপ্রিয় দর্শক আজ আমাদের সময় শেষ , আজকের মত এখানে বিদায় । আগামি রবিবার ঠিক এই সময়ে দেখা হবে, একই চ্যানেলে সে পর্যন্ত আপনারা বাবার পকেটের টাকা নিয়ে তৈরি থাকুন ।