বিবেকের ব্যবসা

মগজ - ধোলাই
Published : 31 Jan 2012, 04:34 AM
Updated : 31 Jan 2012, 04:34 AM

অন্য কিছুতে না হলেও খুব শিগগিরি আমরা ভাল ব্যবসায়ী জাতি হিসাবে পৃথিবীর বুকে আত্মাপ্রকাশ করব । আমাদের আছে শ্রেণীকক্ষ এ পাঠ না দিয়ে প্রাইভেট এবং কোচিং ব্যবসা । আফিসে কাজ না করে প্রাইভেট লেনদেনের ঘুষের ব্যবসা । পুলিশ আসামি ধরে ছেড়ে দেওয়ার চোর পুলিশ ব্যবসা । ডাক্তার সরকারি হাসপাতালে রোগী না দেখে নিজের প্রাইভেট ক্লিনিকে রোগী দেখা আর ঔষধ কোম্পানির দেওয়া কমিশন খেয়ে নিম্ন মানের ঔষধের ব্যবসা । সরকারী হাসপাতালে দালালদের লাশের ব্যবসা । সরকারী দলের টেন্ডার বাণিজ্য । বিজ্ঞাপনের টাকা খেয়ে অযোগ্যকে যোগ্য বলার নিউজ পেপার ব্যবসা । ফুটপাত ব্যবসা , দাম কারসাজি ব্যাবসা । নির্বাচনে নমিনেশান ব্যবসা । মন্ত্রী এমপির কমিশন ব্যবসা । এছাড়া ও আছে বিদেশীদের কাছে কমিশনের বিনিময়ে দেশের তেল গ্যাস তুলে দেওয়ার ব্যবসা । টিপাইমুখে বাঁধ দেওয়ার পৃষ্ঠপোষক ব্যবসা । সীমান্তে মানুষ হত্যার পর ও চুপ হয়ে বসে থাকার ব্যবসা । ক্ষমতায় যাওয়ার জন্য জালাও পোড়াও মানুষ হত্যার ব্যবসা । সবকিছুর উপর আছে নেতাদের কথা দিয়ে কথা না রাখা, বিবেকের ব্যবসা ।