প্রথম আলোর গায়ে জ্বালা

মগজ - ধোলাই
Published : 31 Jan 2012, 12:26 PM
Updated : 31 Jan 2012, 12:26 PM

এতদিন বিশ্বব্যাঙ্ক দুর্নীতির অভিযোগে পদ্মা সেতুর ঋণ স্থগিত করেছিল । বিশ্বব্যাঙ্ক কি জিনিস ,যারা বহিঃবিশ্ব নিয়ে একটু খোজ খবর রাখেন তারা ভাল জানেন। আমার জিজ্ঞাসা এত বড় একটা প্রতিষ্ঠান এই একটা প্রকল্পের দুর্নীতির প্রমাণ দাখিল করতে এত সময় নিতাছে কেন । এ নিয়ে বিশ্বব্যাঙ্ক যতটুকু না হাকডাক করেছে প্রথম আলো তার চেয়ে বেশি করেছে । তবে আমি কখনও সাবেক যোগাযোগমন্ত্রী আবুল মিয়া কে যোগ্য বলতে চাই না ।

গতকাল পদ্মা সেতু প্রকল্পে পূর্ণ অর্থায়নসহ সেতু নির্মাণের প্রস্তাব দিয়েছে মালয়েশিয়া সরকার। আর এতে প্রথম আলোর গায়ে জ্বালা ধরছে । যারা ভাল করে খবরটা পড়েছেন তারা দেখবেন খবরের শেযে একটা অন্তরজ্বালার লাইন আছে ।

" বিশ্ব ব্যাংক গত আগস্টে দুর্নীতির অভিযোগে এ প্রকল্পের সহায়তা স্থগিত করে। "

খবরটা পড়ে মনে হল , প্রথম আলোর কাছে মালয়েশিয়া সরকারের দেওয়া প্রস্তাব যতটা না গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি বিশ্ব ব্যাংকের কথিত দুর্নীতি !!!