রাষ্ট্র ভাষা ইংরেজি চাই

মগজ - ধোলাই
Published : 17 Feb 2012, 02:30 PM
Updated : 17 Feb 2012, 02:30 PM

গত কিছুদিন ধরে সব গুলা টিভি চ্যানেলে একটা তামাশার বিজ্ঞাপন শুরু হইয়েছে তা হল হরলিক্সের অথায়নে স্পেলিং বি । আর এর সাথে আছে , আমাদের দেশের মিডিয়া মোগল প্রথম আলোর চাচাতো ভাই ডেইলি স্টার । বিজ্ঞাপনে কিছু পোলাপান রঙয়ের বালতি নিয়ে ছোটাছুটি করছে এবং বিভিন্ন জায়গায় ইংলিশ বানান শুদ্ধ করছে । আর নেপথ্যে আছে একটা বাংলিশ গান ।

আমার প্রশ্ন হল , যারা কথায় কাথায় সবার ভুল ধরে তারা কিভাবে ভাষার মাসে এই ধরনের বিদেশী ভাষা শুদ্ধি আভিযানে নামে ? যেখানে আমাদের মাতৃভাষা ,বাংলাভাষা অজ্ঞান হয়ে পড়ে আছে সেখানে বিদেশী ভাষার চিকিৎসা করা কিসের লক্ষন ? বাংলাভাষার জন্য কি এদের কিছু করার নাই ? এদের দেশপ্রেম পত্রিকায় যেভাবে ফুটে ঊঠে , বাস্তবে কিছু কি আছে ?

আসলে এদের ভাবখানা দেখে মনেহয় শুধুবলতে পারছে না রাষ্ট্র ভাষা ইংরেজি চাই ।

http://www.youtube.com/watch?v=cq7Jt2eNQRE