ফুল দিতে নাকি ধাক্কাধাক্কি করতে গেলাম

মগজ - ধোলাই
Published : 20 Feb 2012, 06:53 PM
Updated : 20 Feb 2012, 06:53 PM

একুশে ফেব্রুয়ারিতে সবাই শোকাহত হৃদয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে ফুল দিতে যাবে । এটা ই নিয়ম । কিন্তু একটু আগে টিভিতে যা দেখলাম লজ্জায় আমার চোখ বন্ধ হয়ে আসে । মাননীয় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ফুল দিয়ে যাবার পর আসেন বিরোধী দলীয় নেত্রী । বিরোধীদলীয় নেত্রী যখন ফুল দিতে এগিয়ে আসেন তখন ধাক্কাধাক্কি দেখে দোয়া করতে শুরু করলাম ওদের ধাক্কাধক্কি থেকে উনি যেন বেঁচে থাকেন ।

শুধুমাত্র টিভিতে নিজের চেহারা দেখাবার আর ছবি তোলার জন্য এজাতি এত বিশৃঙ্খল ভাবে চলে ভাবতেই লজ্জা লাগে । তারপর দেখলাম কিছু মানুষ ফুল হাতে দাড়িয়ে আছে আর হাসতেছে । তাদের দেখে শুধু রবীন্দ্রনাথের সেই লাইন মনে পড়ে গেল । কোথায় গিয়ে ঠেকেছে আমাদের মনমাসিকতা ? শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে ধাক্কাধাক্কি করা । কি দরকার এই লোকদেখানো শ্রদ্ধা করা ?

এই সব লোক দেখানো হাজার হাজার থোকায় থোকায় ফুল দেয়ার চেয়ে , শ্রদ্ধাভরা হৃদয়ে ১টি মাত্র ফুল কি যথেষ্ট নয় !!!