প্রসঙ্গ ইরানি!!!

মগজ - ধোলাই
Published : 21 April 2012, 09:58 AM
Updated : 21 April 2012, 09:58 AM

আমাদের দেশে সাধারণত ইরানিদেরকে ভাল জাতি হিসাবে প্রচার করা হয়। ইরান শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও সুন্নি সংখ্যাগরিষ্ঠ বাঙ্গালিরা তাদের প্রতি যথেষ্ট সহানুভুতিশীল । ইরানি সংস্কৃতির চর্চা ও আমাদের দেশে কম নয়। মোট কথা ইরানিদের প্রতি আমরা, যথেষ্ট পজেটিভ মাইন্ড নিয়ে চলি । এখন প্রশ্ন হল আমাদের প্রতি ইরানিদের মনোভাব কি? শুনতে ভাল না লাগিলেও ৯৯% ইরানি আমাদের মানুষ মনে করে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে । প্রবাসে না আসিলে কখনও জানিতে পারিতাম না ইরানি কি জিনিস । যারা আমার মত ইরানি কোন কোম্পানি অথবা দোকানে কাজ করেছেন – তাহারা জানেন ইরানি কাহাকে বলে উহা কত প্রকার ও কি কি । কাতারে একটা বাংলা প্রবাদ আছে, ইরানির কাজে নাই জিরানি । অর্থ্যাৎ আপনি কোন ইরানির আন্ডারে কাজ করিলে আপনাকে কিভাবে জোঁকের মত চুষে নিঃশেষ করা যায়, তাহা ইরানিরা ভালভাবে জানে।

ইরানের একটা জাতিগোষ্ঠী হচ্ছে বেলুচ । এরা কত যে নিষ্ঠুর, কত পাষাণ, তাহা বাস্তবে না দেখিলে বুঝা মুশকিল । কাতারে এসব বেলুচদের বেশিরভাগ সিআইডি'র কাজ করে । যেসব প্রবাসি কাতারের বৈধ কাগজ পত্র নেই , তাদের ধরে ধরে অত্যাচার নির্যাতন করা , জেলে দেওয়া এবং সবশেষ দেশে পাঠানো এদের কাজ । আর বিভিন্ন দেশের অবৈধ লোক থাকিলেও তাদের ব্যক্তিগত পছন্দ বাংগালি । আরব দেশে এ ইরানিরা একটা সময় কাজের সন্ধানে এসেছিল , পরবর্তীতে তাদের সুন্দরী মেয়েদের ক্ষমতাসীন আরবদের কাছে লেলিয়ে দিয়ে নিজেদের নাগরিকত্ব হাতিয়ে নেয় । ফলাফল ইরানী রক্ত মিশ্রিত হাইব্রিড আরব। আর সাধারণ আরবদের সাথে এসব হাইব্রিড আরবদের আসমান জমিন ফারাক । এদের দিলে দয়ামায়ার লেশমাত্র নেই ।