মানবিক মানুষ চাই

আবুল হায়দার তরিক
Published : 6 July 2015, 04:47 PM
Updated : 6 July 2015, 04:47 PM

মানব কোলে জন্ম নেয়া সবাই আকৃতিগত ভাবে মানুষ বটে। কিন্তু মানুষের আকৃতি নিলেই মানবিক মানুষ হওয়া যায় না। মানবিক মানুষ হতে হলে মানবিয় গুনাবলি থাকতে হয়। আমাদের সমাজে অনেকেই আছে যারা আকৃতিগত মানুষ। তাদের কথা-বার্তা আচার-আচরন প্রমান করে আসলেই ওরা আকৃতিগত মানুষ। যা প্রাণী কোলের সকল প্রাণীর মতই। কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী মানবিক মানুষ নয়। মানবিক মানুষ এমনিতে প্রাকৃতি গত ভাবে হওয়া যায় না। যেমনটা অন্য প্রাণীরা হয়।

জন্মগত ভাবে মানবিক মানুষ হওয়া যায় না। মানবিক মানুষ হতে হলে মানবিক শিক্ষা নিতে হয়। হ্যা অবশ্যই শুশিক্ষা নিতে হয়। অন্যতায় আরো ভয়ংকর হতে পারে। যার হাজার হাজার প্রমান আমাদের দুই চোখের সামনেই ঘুরপাক খাচ্ছে।

আমরা সাধারন মানুষ প্রতি নিয়ত লাঞ্ছনার শিকার হচ্ছি। কারন আমাদের সমাজে অনেকেই আকৃতিগত মানুষ। আমরা আকৃতিগত মানুষের এই সমাজ চাই না। আমরা চাই প্রাকৃতিগত ভাবে প্রতিটি ঘরে ঘরে মানবিক মানুষের জন্ম হোক। তা যেনো শুরু হয় পরিবার থেকেই। কারন আমাদের মূল পাঠশালা হলো পরিবার। এখান থেকেই আমরা প্রাথমিক শিক্ষা লাভ করি। তাই আমি মনে করি আদর্শ পরিবারই আদর্শ ও মানবিক মানুষ গড়ার কারিগর।