আবুল কাশেম
Published : 22 July 2016, 08:11 AM
Updated : 22 July 2016, 08:11 AM

কলহের জের ধরে অনেক কিছুই ঘটতে পারে।
পত্রিকার এক খবরে জানা গিয়েছিল এক বিয়েকে কেন্দ্র করে ▬"বরের বাবার লাঠির আঘাতে কনের বাবার মৃত্যু!" শিরোনামে।

আমরা সবাই জানি-
আমাদের দেশের প্রতিটি বিয়ে সাধারণত কনের বাবার বাড়িতেই বিয়ের অনুষ্ঠানাদি সম্পন্ন হয়। বরের ময়মুরুব্বি বন্ধু-বান্ধবসহ আসেন কনের বাবার বাড়িতে। সেখানেই চলে মহা ধুমধাম আর আনন্দ-উল্লাশ…চলে খাওয়া-দাওয়াসহ বিয়ের অনুষ্ঠানাদি। সবশেষে কনের বাবা তার কনেকে বরের হাতে সঁপে দিয়ে শেষ হয় কনে বিদায়।
আজকাল অবশ্য শহুরে পরিবেশে কমিউনিটি সেন্টারগুলোতেই বেশিরভাগ বিয়ের এই অনুষ্ঠানাদি হচ্ছে।

যা হোক যে কলহের কথা দিয়ে শুরু করেছি এই সে বিয়ের আসা যাক।
জানা যায়
কনের বাবার বাড়িতে বিয়ের অনুষ্ঠানটি চলছিল মহা ধুমধামে। কলহের কারণ যৌতুক নিয়ে বচসা, বাকবিতণ্ডা। বরের বাবা ক্ষিপ্ত হয়ে শেষ পর্যন্ত লাঠির প্রয়োগ করেন কনের বাবার মাথায়! অতঃপর দুঃখজনক ঘটনা!! পরিণতি মুত্যু 🙁

কলহ দুই পক্ষেই লাগে। মুখের কথায় লাগাম থাকে না কারোরই। কারও কথা যৌক্তিক, কারও বা একেবারেই অযৌক্তিক। এক পর্যায়ে হয়তো হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে উভয়পক্ষই। নিরপেক্ষরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখে।পরিণাম যার ভয়াবহ!!

'কলহ' শব্দটি সংস্কৃত ভাষা থেকে আগত, যার মূল অর্থ – যা মধুর ধ্বনি হনন করে। আর একটি অর্থ- যুদ্ধ ।
মধুর ধ্বনি হনন যা যুদ্ধ পর্যন্ত গড়াতে পারে; পরিণতিটাও হতে পারে ভয়াবহ!!
কলহের পরিণতি মৃত্যু ডেকে আনতে পারে কিংবা হতে পারে অপুরণীয় ক্ষতি।
কলহের এইরূপ প্রমাণ ভুরি ভুরি!

অতএব কলহ এড়ানোর উপায় কী !?