এবার জাতীয় মানবাধিকার কমিশনে তথ্য পেতে বিড়ম্বনা

আবু সুফিয়ান_অনুসন্ধানী প্রতিবেদক
Published : 28 Dec 2011, 07:55 AM
Updated : 28 Dec 2011, 07:55 AM

এবার জাতীয় মানবাধিকার কমিশনে তথ্য পেতে বিড়ম্বনায় পড়তে হয়েছে। সকালে গিয়েছিলাম কমিশনে। চলতি বছরে সারা দেশ থেকে বিচারবহির্ভূত হত্যাকান্ড, গুপ্তহত্যা, গুম এর কয়টি অভিযোগ জমা পড়েছে, কয়টির নিষ্পত্তি হয়েছে তা জানতে।

২০১২ সালের ৪ঠা জানুয়ারির আগে কিছুই দেয়া যাবে না, জানালেন একজন নারী পরিচালক। নানা আইনের ব্যাখ্যা করার চেষ্টা করলেন। পরে পাঠালেন অন্য এক জুনিয়র অফিসারের কাছে। তিনিও নানা আইন দেখানোর চেষ্টা করলেন। যেমনটা করে থাকে আমলারা। সেখান থেকে পাঠানো হলো একই রুমে। অন্য চেয়ারে বসে আছেন পরিচালক আল আমিন। তিনি উচু স্বরে বললেন, এখন কোন তথ্য দেয়া যাবে না।

তথ্য অধিকার আইনের কথা বললাম। উনি বললেন এসব আইনের কথা বলবেন না…… পরে আসেন।

যোগাযোগ করার চেষ্টা করলাম জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমানের সাথে। উনি নেই। মানিকগঞ্জে। তাহলে? তথ্য পাবো না??