২০১১ সালের গুপ্তহত্যা-গুম নিয়ে হঠাৎই রহস্যজনকভাবে চুপ জাতীয় মানবাধিকার কমিশন

আবু সুফিয়ান_অনুসন্ধানী প্রতিবেদক
Published : 2 Jan 2012, 09:23 AM
Updated : 2 Jan 2012, 09:23 AM

২০১১ সালের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সব পত্রিকা/টিভিতে বিশেষ সংবাদ প্রকাশ/প্রচার হয়েছে। চলে যাওয়া বছরের মানবাধিকার পরিস্থিতি বিশেষ করে বিচার বহির্ভূত হত্যাকান্ড, গুপ্তহত্যা, গুম নিয়ে নতুন বছরের প্রথম দিন সাংবাদিক সম্মেলন করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র। কিন্তু, একটি কথাও বলেনি মানবাধিকার কমিশন। তাদের রহস্যজনক ভূমিকায় আশ্চর্য হয়েছেন সবাই। কেনো? কমিশন কি চাপের মুখে আছে? নাকি কমিশনের চেয়ারম্যান আপোষ করেছেন?