থামছে না বিচারবহির্ভূত হত্যা, গুপ্তহত্যা ও গুম

আবু সুফিয়ান_অনুসন্ধানী প্রতিবেদক
Published : 1 March 2012, 01:46 PM
Updated : 1 March 2012, 01:46 PM

২০১২ সালের ফেব্রুয়ারি মাসে সারা দেশে ১৩ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। নিহদের মধ্যে র‌্যাব এর হাতে ছয়জন, পুলিশের হাতে দুই জন ও র‌্যাব-কোস্টগার্ড এর হাতে তিন জন নিহত হয়েছেন।

বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত ও প্রকাশিত তথ্যের ভিত্তিতে মানবাধিকার সংস্থা অধিকার জানায়, নিহতদের মধ্যে একজন, একজন যুবক, একজন সাজাপ্রাপ্ত আসামি ও ১০ জন 'কথিত' অপরাধী রয়েছেন।

আইন শৃংখলা বাহিনীর পরিচয়ে একজন গুম হবারও খবর পাওয়া গেছে।

গত ৫ই ফেব্রুয়ারি রাত আনুমানিক ১.০০টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল ফিকাহ বিভাগের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র আল মুকাদ্দাস (২২) এবং দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স পরীক্ষার্থী মোঃ ওয়ালি উল্লাহ (২৩) হানিফ পরিবহনের বাসে চড়ে ঢাকা থেকে কুষ্টিয়ায় যাওয়ার পথে ঢাকা জেলার সাভার থানার অর্ন্তগত নবীনগর এলাকায় বাস থামিয়ে পোশাক পরিহিত র‌্যাব-৪ এবং ডিবি পুলিশের সদস্যরা ধরে নিয়ে যাওয়ার পর থেকে তাঁদের গুম হওয়ার অভিযোগ পাওয়া যায়।

নিখোঁজ দুজনই ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।