সাগর-রুনি হত্যাকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে থাকবেন ব্লগাররাও

আবু সুফিয়ান_অনুসন্ধানী প্রতিবেদক
Published : 26 March 2012, 05:39 PM
Updated : 26 March 2012, 05:39 PM

আড্ডাটি ছিলো জম্পেশ। ২৬শে মার্চ। ছবিরহাট। ঠিক সাড়ে তিনটায় যেতে পারিনি। একটু দেরিতে গিয়ে দেখি আড্ডায় ব্লগার জাহিদ ভাই, কৌশিক ভাই, চঞ্চল ভাই, মেনন ও সোহেল। পরে যোগ দিলেন আইরিন, কালপুরুষ ভাই, নাহুয়াল মিথ ভাই, তিতাস, মঞ্জুর মোর্শেদ ভাই ও মাহবুবুর। একদমই আমন্ত্রিত ছিলেন না বগুড়া মেডিকেল এর ছাত্রী পুতুল। আমাদের আড্ডার পাশেই বসে ছিলেন একা। বললেন, ‌"আপনাদের সাথে যোগ দিতে পারি?" সবাই সাদরে রাজি হলাম। যোগ দিলেন তিনিও!। বেশ! আড্ডার কথা নিশ্চয়ই জাহিদ ভাই লিখবেন।

অনেক কথার মাঝেই আমরা সিদ্ধান্ত নিলাম আগামী ৮ই এপ্রিল সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে সংহতি জানাতে আমরাও যাবো। সাংবাদিক দম্পত্তি সাগর-রুনির হত্যাকারীদের সনাক্ত করা ও গ্রেফতারের দাবিতে নানা কর্মসূচি দিয়ে আসছে সাংবাদিকরা। এর আগে ঢাকায় মহাসমাবেশও করেছেন তারা। তবে, কোন কর্মসূচিতেই ব্লগারদের অংশগ্রহণ দেখা যায়নি।

সম্মানিত ব্লগারদের ৮ই এপ্রিলের কর্মসূচিতে যোগ দেয়ার অনুরোধ করছি।
সময়: সকাল ১০টা
তারিখ: ৮ই এপ্রিল

আমাদের জমায়েতের প্রাথমিক স্থান: মুক্তিযুদ্ধ জাদুঘর এর সামনে। সেখান থেকে আমরা জমায়েতস্থলে যাবো।