সাগর-রুনি হত্যাকাণ্ড: ব্লগাররা ঘেরাও করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় (সাংবাদিকদের সাথে)

আবু সুফিয়ান_অনুসন্ধানী প্রতিবেদক
Published : 1 April 2012, 08:57 AM
Updated : 1 April 2012, 08:57 AM

বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম। সাংবাদিকদের বড় কোন কর্মসূচিতে হাতে হাত ধরে থাকছেন ব্লগাররাও। সাংবাদিক দম্পত্তি সাগর-রুনির খুনীদের সনাক্ত, গ্রেফতার ও বিচারের দাবিতে ঘেরাও হবে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। তারিখ ৮ই এপ্রিল, ২০১২।

এ নিয়ে একাধিক পোষ্ট দেয়া হয়েছে। ২৬শে মার্চ "সাগর-রুনি হত্যাকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে থাকবেন ব্লগাররাও" শিরোনামে পোষ্ট দিয়েছিলাম।

২৭শে মার্চ পোষ্ট দেন ব্লগার জাগো বাহে জাগো। শিরোনাম ছিলো: ব্লগার বন্ধুরা, দেখা হবে ৮ই এপ্রিল

৩০শে মার্চ আপডেট পোষ্ট দেয়া হয়। (লিংক)

কর্মসূচিতে যারা থাকবেন বলে জানিয়েছেন:
১. জাগো বাহে জাগো
২. জাহেদ-উর-রহমান
৩. সোহেল মাহমুদ
৪. রাফে সাদনান আদেল
৫. আইরিন সুলতানা
৬. কৌশিক
৭. আবু সুফিয়ান
৮. ভবঘুরে..
৯. এস.এম.আখিউজ্জামান মেনন
১০. জাহিদ ফয়সাল
১১. কালপুরুষ
১২. নাহুয়াল মথি
১৩. তিতাস
১৪. মঞ্জুর মোর্শেদ
১৫. মাহবুবুর রহমান

ঢাকার বাইরে থেকে আসার কথা জানিয়েছেন:
১. মোত্তালিব দরবারী

দেশের বাইরে থেকে যারা সহমত প্রকাশ করেছেন:

ব্লগার প্রবাসী বলেছেন "আপাতত অনুরোধ করছি দেশের বিশেষ করে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে বসবাসরত ব্লগারগণ উপস্থিত হয়ে সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারের দাবিটা জোরালো করবেন। মামুন ম. আজিজ বলেছেন, "শুভ উদ্যোগ"। সাআখান জানিয়েছেন সাধুবাদ। সেইন্ট ইওহান বলেছেন "মুক্ত গণমাধ্যম, সাংবাদিক ও ব্লগারদের নিরাপত্তার জন্য লড়াই চলবে নিরন্তর, আমরণ"। মিনহাজ_সাবিনা বলেছেন, ব্যাপক আকারে আন্দোলন চাই এখন। মুহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দূর থেকে হলেও সঙ্গে আছি।

ব্লগার পাগল মন বলছেন, সফলতা আর শুভ কামনায়।

আব্দুল মোনেম বলেছেন, কোন ব্যানার বা প্ল্যার্কাডে তারা যেন বিডিনিউজ২৪.কম নামটি ব্যবহার না করেন।

জহরুল চৌধুরী বলেছেন, একই সঙ্গে আপনারা সাংবাদিক ভাইদের কাছে লিখিত প্রস্তাব রাখতে পারেন– যতদিন না সাগর-রুনির হত্যাকারীরা ধরা না পড়বে, ততোদিন র্পযন্ত সংবাদপত্রের প্রথম পৃষ্ঠার ডান কলামের তিন ইঞ্চি কালো করে রাখতে পারেন।

রাজু আহম্মদ খান বলেছেন, ঘেরাও শব্দটি না বলে বরং স্মারকলিপি দিতে পারেন।

হৃদয়ে বাংলাদেশ বলেছেন, সাফল্য কামনা করছি।

নিষিদ্ধ সম্পাদকীয় বলেছেন, দেশের বাইরে থাকি। মনটা থাকবে আপনাদের সাথে। এবার কথা bolbo বলেছেন, বিদেশের থাকার কারণে সশরীরে যোগদান করতে পারছিনা। বৃদ্ধ সাবধানী বলেছেন, আপনাদের এমন সিদ্ধান্তে আমার মনটা আশান্বিত হয়েছে।

প্রস্তুতি:
১. ব্যানার প্রস্তুত হয়েছে (রাফে সাদনান আদেল ব্যানার তৈরী করে ফোন করে জানিয়েছেন)
২. প্ল্যাকার্ড তৈরী হয়েছে (সোহেল মাহমুদকে ফোন করলে তিনি এ তথ্য জানিয়েছেন)

***কর্মসূচির বিস্তারিত ***
প্রাথমিক জমায়েতের স্থান: মুক্তিযুদ্ধ জাদুঘর এর সামনে
সময়: সকাল ১০টা
তারিখ: ৮ই এপ্রিল, ২০১২

কোন প্রশ্ন থাকলে ফোন করতে পারেন এই নম্বরে ০১৭১২৫৭২৮৩২ (আবু সুফিয়ান)
ইমেইল করতে পারেন: sufian_de@hotmail.com