ব্লগ দুনিয়ায় হোক বাঙলা ব্লগ ও বাঙালির জয়জয়কার!

আবু সুফিয়ান_অনুসন্ধানী প্রতিবেদক
Published : 5 April 2012, 04:32 AM
Updated : 5 April 2012, 04:32 AM

জার্মানির আন্তর্জাতিক প্রচার মাধ্যম ডয়চে ভেলের বেস্ট অব দ্য ব্লগস প্রতিযোগিতায় প্রতিযোগিতায় মনোনয়ন পেয়েছেন ছয়জন বাঙালী ব্লগার। দয়া করে আমাকে একা ভোট দিবেন না কেউ। মনোনয়ন পাওয়া ছয় বাঙালি ব্লগারকে ভোট দেয়ার অনুরোধ করছি। ব্লগ দুনিয়ায় হোক বাঙলা ব্লগ ও বাঙালির জয়জয়কার!

ছয়জনের তালিকা:

সুফিয়ানের ব্লগটি (http://blog.bdnews24.com/author/abusufianIR") মনোনয়ন পেয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স ক্যাটাগরিতে। অন্য ব্লগুগুলো হলো-
সেরা ব্লগ ক্যাটাগরিতে সাবরিনা সুলতানার ব্লগ (http://www.sachalayatan.com/sabrina_sultana),
সমাজ কল্যাণে প্রযুক্তির সেরা ব্যবহার ক্যাটাগরিতে 'অজানা ইনফরমেশন' (http://www.ojana.info) ,
সেরা সামাজিক আন্দোলন ক্যাটাগরিতে আসিফ মহিউদ্দিনের ব্লগ (http://www.somewhereinblog.net/blog/realAsifM),
সেরা ভিডিও চ্যানেল ক্যাটাগরিতে বাংলা শেখার ব্লগ (http://www.youtube.com/user/84Enchantress)
এবং বিশেষ বিভাগ জনশিক্ষা ও সংস্কৃতিতে গুণীজন (http://www.gunijan.org)।