সাগর-রুনি হত্যা: আন্তর্জাতিক মিডিয়ায় ঢাকার ব্লগার সমাবেশ

আবু সুফিয়ান_অনুসন্ধানী প্রতিবেদক
Published : 9 April 2012, 12:27 PM
Updated : 9 April 2012, 12:27 PM

রোববারের ব্লগারদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এর খবর ঠাঁই পেয়েছে দেশি ও বিদেশী সংবাদ মাধ্যমে।

চা খেয়ে সাংবাদিক নেতারা একমাস আন্দোলন পেছালেও, সাংবাদিক দম্পত্তি সাগর-রুনির খুনিদের সনাক্ত, গ্রেফতার ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ৮ই এপ্রিল মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে বাংলা ভাষার ব্লগাররা।

জার্মান রেডিও ডয়চে ভেলে'র অনলাইন সংস্করণে ব্লগারদের প্রতিবাদ কর্মসূচির খবর প্রচার করেছে। শিরোনাম: সাগর-রুনির খুনির গ্রেপ্তারের দাবিতে রাজপথে ব্লগাররা (http://www.dw.de)

খবরটি ফলাও করে প্রচার করে বিডিনউজ টোয়েন্টফোর ডটকমও (http://www.bdnews24.com)

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ কর্মসূচিতে ব্লগার ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও ফটোসাংবাদিকরা অংশ নেন। ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্লগারদের এটিই প্রথম প্রতিবাদ কর্মসূচি