সাগর-রুনির রক্তে, রাজপথ রাঙানো!!!

আবু সুফিয়ান_অনুসন্ধানী প্রতিবেদক
Published : 20 April 2012, 04:05 PM
Updated : 20 April 2012, 04:05 PM

পুলিশ পারলো না! কেনো? পুলিশ অকর্মার ধাড়ী? নাকি রাজনৈতিক চাপ।
র‌্যাব কি আলাদিনের চেরাগ নিয়ে ঘোরে? রাজনৈতিক চাপ থাকবে না? যদি না থাকে পুলিশের ওপর চাপ ছিলো কী? যদি পুলিশের ওপর রাজনৈতিক চাপ না থাকে তাহলে পুলিশ কি অকর্মার ধাড়ি? এসব অকর্মা আমাদের টাকায় পুষে কি লাভ?
অতো প্রশ্ন বুঝি না।

খুনি সনাক্ত করুন। খুনি ধরুন। বিচার করুন।
চা খাবো না। কফিও না। নিশ্চল ছবিও বিচার চায়।!! ন্যায় বিচারের দাবিতে সাগর-রুনির রক্তে রাঙানো রাজপথে আবারো আমরা প্রতিবাদ চিত্র আঁকতে যাচ্ছি।

'রোড পেইন্টিং'
তারিখ: শুক্রবার, ২৭শে এপ্রিল ২০১২
সময়: বিকেল ৪:০০টা
স্থান: চারুকলা ইনস্টিটিউট থেকে জাতীয় জাদুঘর -এর সামনের রাস্তা।

***
ফিচার ছবি: ব্লগার আইরিন সুলতানা