‘বৈশাখী সাজ’ জিতলো দ্বিতীয় পুরস্কার

আবু সুফিয়ান_অনুসন্ধানী প্রতিবেদক
Published : 28 April 2012, 07:17 AM
Updated : 28 April 2012, 07:17 AM

প্রতিবছরের মতো এবারো হয়েছিলো জম্পেশ এই প্রতিযোগিতাটি। আমেরিকার Univeristy of Tennessee, Knoxville, ক্যাম্পাসে এবার প্রতিযোগি ছিলো ২০ টি দেশের ছাত্র-ছাত্রীরা। নিজ নিজ দেশের ইতিহাস, ঐতিহ্য, রং-রূপ তুলে ধরেছিলেন শিক্ষার্থীরা। ২০শে এপ্রিল, ২০১২ তে হওয়া এই উৎসবে বাংলাদেশের শিক্ষার্থীরা তুলে ধরেছিলেন বাংলা নববর্ষ বরণ এর নানা দিক। আর তাই, প্রতিযোগিতায় আকর্ষণের কেন্দ্রে ছিলেন বাংলাদেশের ১২ জন শিক্ষার্থী। ইলিশের সাথে পান্তাভাত। কড়া মরিচ দিয়ে ঝালমুড়ি। কি জিভে পানি আসছে? এগুলো খাবেন না? তাহলে বিরিয়ানি চলবে? বাংলার অনেক অনেক খাবারের পসরা সাজিয়ে ছিলেন মেধাবী এই শিক্ষার্থীরা। সাথে আলপনার রঙে রাঙিয়েছিলেন ক্যাম্পাসের মাটি। বাঙলার দামাল শিক্ষার্থীদের শুভেচ্ছা।