মাননীয় বিরোধীদলীয় নেত্রী। তেতে ওঠা গরমের শুভেচ্ছা। জারুল আর সোনালু ফুলে হাসছে প্রকৃতি। এখনো গাছে গাছে কোকিলের সুমধুর কুহু শুনতে পাওয়া যায়। সবুজ আমের বাগানে বান ডেকেছে। তবু কেনো যেনো শান্তি নেই! ঢাকা নগরী এখন অনেক রহস্যময় মনে হয়। রাত নামলে ঘুমন্ত নগরী যেনো মৃতপুরী। তবে, এমন অবস্থা তো নতুন নয়! আপনার সময়ও এর ব্যতিক্রম ছিলো না। তখন বৈশাখী মেলায় গেলে ভয়ে বুক কাঁপতো। এই বুঝি বোমা পড়ে! আর আপনাদের তৈরী র্যাব তো তখনই তৈরী। মনে পড়ে আপনারা, শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানকে খুনের জন্য র্যাবকে ৫০ লাখ টাকা পুরস্কার দিয়েছিলেন? এখন হাত পেকে গেছে ওদের। টাকা কিভাবে অর্জন করতে হয়, তাও জেনে গেছে র্যাব। এখন? বুমেরাং!
একটা অনুরোধ এবং কয়েকটা প্রশ্ন করতে চাই।
অনুরোধ:
×× কলাবাগানের আওয়ামী লীগ নেতা সুজনের গুম হওয়া নিয়ে কিছু বলেন! সুজনের গুম হওয়া নিয়ে কিছু জানেন তো? না জানলে নিচের লেখা পড়তে পারেন।
(১) ফলোআপ: জোসনার নিরাপত্তা চাই
প্রশ্ন:
(১) যদি কোনকালে ক্ষমতায় আসেন ক্রসফায়ার/গুম/গুপ্তহত্যার বিচার করবেন কি?
(২) জানি এখন বলবেন ‘করবো’। কিন্তু, কিভাবে? বিস্তারিত বলুন। সাংবাদিক সম্মেলনে অবস্থান ক্লিয়ার করুন।
(৩) র্যাব এর সংস্কার করবেন? নাকি বিলুপ্ত করবেন? ক্লিয়ার করুন।
attractive male বলেছেনঃ
এখানে লেখক বর্তমান কে আড়াল করার জন্য অতীত কে টেনে এনেছেন। বোঝা যায় তিনি একজন বর্তমান ক্ষমতাসীন দলের সমর্থক। ভাল কথা । সুন্দর বিষয়ের অবতারণা তিনি করেছেন। কিন্তু আমার কথা হচ্ছে লেখা একপেশে না হয়ে দুই পক্ষ কে নিয়ে লিখলে ভাল হতো না? তাতে আপনার সুবিচার বোধ এর পরিচয় পাওয়া যেত। অতীত এ যা হয়েছে তা খারাপ হয়েছে এটা আমরা মানি কিন্তু তাই বলে একই ঘটনার পুনরাবৃত্তি হবে এটা কী মানা যায়? আশা করি লেখক এই বিষয়ে সুবিবেচনার পরিচয় দিবেন।
আবু সুফিয়ান_অনুসন্ধানী প্রতিবেদক বলেছেনঃ
@attractive male,
ভাই আমি কোন দলের লোক নই। ইলিয়াস আলী’র ঘটনায় পুরো জাতির মতো আমিও স্তম্ভিত। আমার ব্লগের লেখাগুলো পড়লে হয়তো আপনি এমন মন্তব্য করতেন না। গুম/গুপ্তহত্যা/ক্রসফায়ার এর প্রতিবাদ জানাই। এর সমাধানে মাননীয় বিরোধীদলীয় নেত্রীর অবস্থান ক্লিয়ার করার অনুরোধ করেছি মাত্র। এর বেশি কিছু না। বর্তমান সরকারের আমলে গুম/গুপ্তহত্যা/ক্রসফায়ার নিয়ে আমার ব্লগের লেখাগুলো পড়ার অনুরোধ করছি। অতীত তো লেখায় আসতেই পারে। অতীতে এসব নিয়ে দু’দলই কোন কথা বলেননি। এখন বিএনপি বলছে। বিএনপির গুম/গুপ্তহত্যা/ক্রসফায়ার সংক্রান্ত দাবিগুলোর প্রতি বেশিরভাগ মানুষেরই সমর্থন থাকার কথা। কারণ কোন সভ্য সমাজে এমন ঘটনা কারো কাম্য নয়।
shakib বলেছেনঃ
লেখক একটা [মডারেটেড]
আবু সুফিয়ান_অনুসন্ধানী প্রতিবেদক বলেছেনঃ
@, মডারেটর, জনাব সাকিব এর গালিটা মডারেট করা উচিত হয় নাই। উনার গালি দেয়ার অধিকার রয়েছে! মানুষ কখনো কখনো না বুঝেও গালি দিতে পারে। এতে দোষের কিছুই নাই। বুঝে গালি দিলেও দোষের কিছুই নাই। আমার কথা তার ভালো নাও লাগতে পারে। উনার গালির প্রতি আমার শ্রদ্ধা নাই। কিন্তু, উনার বাক স্বাধীনতা খবর্ করা উচিত না। উনি আমারে লীগ না বিএনপি বানাইছেন তা বুঝতে পারতাম গালিটা মডারেট না করলে। ভালো থাকুন সাকিব।
jibon বলেছেনঃ
অতীত এর ঘটনার বিচার কী তাহলে হবে না? @ attractive male
আবু সুফিয়ান_অনুসন্ধানী প্রতিবেদক বলেছেনঃ
@jibonসব গুপ্তহত্যা/গুম/ক্রসফায়ার এর বিচার চাই। এবং নেতাদের কাছে প্রতিশ্রুতি চাই।
মোত্তালিব দরবারী বলেছেনঃ
সুফিয়ান ভাই সুন্দর প্রশ্ন করেছেন।
এ প্রশ্নগুলোর উত্তর আমাদের জনা প্রয়োজন।
আবু সুফিয়ান_অনুসন্ধানী প্রতিবেদক বলেছেনঃ
@মোত্তালিব দরবারী, ধন্যবাদ ভাই।
নির্বাসিত পথিক বলেছেনঃ
attractive male জানেন তো পাপ করে পাপিষ্ঠী জইল্লা মরে ঘর গুষ্ঠী । জানার কথা নয়, আপনি যা জানেন তা হলো, কিবরিয়া, আহসান উল্লাহ মাস্টার, মমতাজউদ্দীন আহামেদ, গোপাল কৃষ্ণ মুহুরী গাছে দড়ি দিয়া আত্তহত্যা করেছিল। ভাইজান, তাদের তুলনায় তো ইলিয়াস বেটা ২ টাকার এক খান নোট। ভাইজান মনে রাখবেন, আগুন খাইলে আঙ্গার হাগু দিতে হয়।
আবু সুফিয়ান_অনুসন্ধানী প্রতিবেদক বলেছেনঃ
@,নির্বাসিত পথিক , গুপ্তহত্যা/গুম/ক্রসফায়ার এর বিচার করা উচিত। ইলিয়াস আলীকে জীবিত ফেরত দেয়ার দায়িত্ব সরকারের। এর দায়ও সরকারকেই নিতে হবে।
নির্বাসিত পথিক বলেছেনঃ
সাকিব, লেখক এক খান সত্যিকারের ভাল মানুষ।
লাউ শাক বলেছেনঃ
এই লেখকের কয়েকটি লিখা পড়েছি। কখনো মনে হইনি যে তিনি নির্দিষ্ট কোনও দলের পক্ষে কথা বলেন.
আবু সুফিয়ান_অনুসন্ধানী প্রতিবেদক বলেছেনঃ
@, লাউ শাক , ধন্যবাদ আপনাকে।
আমি আশ্চযর্ হচ্ছি যে, গুম/গুপ্তহত্যা/ক্রসফায়ার এর বিপক্ষে কথা বলায় একটি দলের লোক বানানো হচ্ছে। কোন গুমই মেনে নেয়া যায় না। সুজনের উদাহরণ দিয়েছি কারণ এই একটা মাত্র মামলায় অপরাধী কারা তা সুস্পষ্টভাবে প্রমাণ হয়েছে। এই মামলা ধরে আগালে ইলিয়াস আলীর মতো মামলাগুলোর ব্যাপারটাও পরিস্কার হয়ে যাবে। অথচ ……
নুরুন্নাহার শিরীন বলেছেনঃ
আবু সুফিয়ান, চমৎকার প্রশ্ন, চমতকার পোস্ট, সময়োচিত। ধন্যবাদ।
আবু সুফিয়ান_অনুসন্ধানী প্রতিবেদক বলেছেনঃ
@নুরুন্নাহার শিরীন ,সব গুম এর জবাব চাই।
সুলতান মির্জা বলেছেনঃ
সময়োচিত পোস্ট ধন্যবাদ সুফিয়ান ভাই।
আবু সুফিয়ান_অনুসন্ধানী প্রতিবেদক বলেছেনঃ
@সুলতান মির্জা , সব গুম এর জবাব চাই।
সোহেল মাহমুদ বলেছেনঃ
➡ ➡ ➡ চলবেক…
আবু সুফিয়ান_অনুসন্ধানী প্রতিবেদক বলেছেনঃ
@সোহেল মাহমুদ, গুম/গুপ্তহত্যা বন্ধ হোক।
মঞ্জুর মোর্শেদ বলেছেনঃ
সুফিয়ান যদিও আপনি প্রশ্ন করেছেন এবং জানেনও সম্ভাব্য উত্তর কি হতে পারে। সুশাসন কোন দলের সময়েই ছিল না।এদের বাইরে চিন্তা করার এবং ভেবে দেখার সময় কি এখনও আসে নি ?
আবু সুফিয়ান_অনুসন্ধানী প্রতিবেদক বলেছেনঃ
@মঞ্জুর মোর্শেদ, এটা জাতির জন্য ভয়ংকার সংবাদ যে ইলিয়াস আলীর মতো কেন্দ্রীয় নেতাও দেশে গুম হয়ে যাচ্ছে। যেমনটা অতীতে হয়েছে। প্রতিরোধ অতীতে হলে বতর্মানে এমন লাগামহীন হয়ে উঠতো না এসব যারা করছে। গুম/গুপ্তহত্যা/ক্রসয়াফায়ার বন্ধ হোক।
rubel বলেছেনঃ
হু হা
মাহি জামান বলেছেনঃ
লেখক যেভাবে প্রশ্নগুলো উত্থাপন করেছেন তা আওয়ামী দুঃশাসনকে আড়াল করার প্রয়াশ বলেই মনে হয়। অথচ তার মনে রাখা উচিত ছিল বিএনপি র্যাবকে কখনোই বিরোধীদের রাজনৈতিক কর্মসূচী ভন্ডুল করতে কিংবা রাজনৈতিক নেতাদের দমনে ব্যবহার করেনি। সময়ের অপরিহার্য প্রয়োজনে প্রতিষ্ঠা হয়েছিল র্যাব। সে সময় র্যাব অত্যন্ত সাফল্যের সাথে সারা দেশে সন্ত্রাসকে নিয়ন্ত্রনে আনতে পেরেছিল। আওয়ামী লীগ এবং বিএনপির অনেক সন্ত্রাসীকে তখন সমানভাবে র্যাবের হাতে শায়েস্তা হতে দেখেছি আমরা। জঙ্গীবাদের মহীরুহ কিভাবে উপড়ে ফেলেছিল র্যাব তা সবাই জানে। অথচ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসেই র্যাবে নিজেদের লোক ঢুকিয়ে তাদের বিএনপি’র বিরুদ্ধে লেলিয়ে দেয়। নিজেদের প্রতিহিংসা আর লালসার হাতিয়ারে পরিনত করে র্যাবকে। মানুষের কাছে র্যাবের ভাবমূর্তি আজ রক্ষী বাহিনী’র প্রতিচ্ছবি। মনে হয় `চোরের দল’, `চাটার দল’ আর সন্ত্রাসের প্রতিভূ আওয়ামী লীগ নিজেদের আখের গোছানোর পথে র্যাব যাতে বাধা হতে না পারে সেজন্য র্যাবকে ধংস করার লক্ষে সুপরিকল্পিত ভাবে এর ভাবমূর্তি ধংস করে দিয়েছে।
ইলিয়াস আলী ইস্যুতে কিছু সংখ্যক বাকশালী এমন ভাবে কথা বলে যেন মনে হয়, `ইলিয়াস আলীর মত একজন নিকৃষ্ট মানুষ গুম হয়ে গেলেই বা কি’। কিন্তু গতকাল একুশে টিভিতে যে খবর প্রচারিত হল তা বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক মানুষের মনে এক ভয়ংকর পরিনতির আশংকা তৈরী করেছে। বাংলাদেশের মাটি থেকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে এমন সকল রাজনীতিবিদ, বুদ্ধিজীবি, সাংবাদিকদের একে একে ইলিয়াস আলীর মত করে গুম করে ফেলার এক ভয়াবহ পরিকল্পনা নিয়ে এগুচ্ছে ভারত। আর তাদের হয়ে কাজ করছে এই মাটির কিছুসংখ্যক ক্ষমতা লোভী আর অর্থ লিপ্সু নব্য মীরজাফর। অথচ এদেরই এক সময় মানুষ দেশের স্বাধীনতার সংগ্রামে নেতৃত্বের আসনে বসিয়েছিল।
আবু সুফিয়ান_অনুসন্ধানী প্রতিবেদক বলেছেনঃ
@মাহি জামান ,গুম/গুপ্তহত্যা/ক্রসফায়ার বন্ধ হোক। ইলিয়াস আলীসহ নিখোঁজ সবার সন্ধান চাই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এর বেশি কিছু না। ভালো থাকুন।
তন্ময় বলেছেনঃ
আমার মনে হয় হাসিনাবুবুজানের জিজ্ঞাসা করলে ভাল উত্তর পাওয়া যাবে।
আবু সুফিয়ান_অনুসন্ধানী প্রতিবেদক বলেছেনঃ
@তন্ময়, rab এর উপর কারো নিয়ন্ত্রণ আছে?
Majed বলেছেনঃ
মাহি জামান, ফালতু চিন্তা ছেড়ে ভাল কিছু ভাবুন।
চট্টগ্রামের জামালুদ্দিনকে এই মাটির কিছুসংখ্যক ক্ষমতা লোভী আর অর্থ লিপ্সু নব্য মীরজাফর গুম করেছিল? দেশবাসী জেনেছে বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের হাত ছিল। ধারনা করা হচ্ছে চৌধুরী আলম ও ইলিয়াস আলী সেই হাতপাকাদের শিকার। সরকারকে হটানোর জন্য এই রকম হটকারীর রাজনীতি বিএনপি জামাতীদের দ্বারাই সম্ভব।
মিজানুর রহমান বলেছেনঃ
আবু সুফিয়ান আপনার লিখাতে প্রতিহিংসা স্পষ্ট প্রতীয়মান। আপনার মত একজন লেখকের পক্ষে এরকম লিখা আমরা আশা করিনা। হত্যার পরিবর্তে হত্যা, গুমের পরিবর্তে গুম, সন্ত্রাসের পরিবর্তে সন্ত্রাস, অন্যায়ের পরিবর্তে অন্যায় এটা কখনই কোন সভ্য সমাজে কাম্য হতে পারে না। দল মত নির্বিশেষে এসব অনৈতিক কর্মকান্ডের বিরদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে হবে। সপ্ন দেখতে হবে সুন্দর আগামীর।
আবু সুফিয়ান_অনুসন্ধানী প্রতিবেদক বলেছেনঃ
@, মিজানুর রহমান, উত্তেজিত না হয় একটু মন দিয়ে পড়ুন। ভাবুন কি বলছি। নিজেকে বিএনপির লোক ভাববেন না। বা আমাকে আওয়ামী লীগের।
আমি আশ্চযর্ হচ্ছি যে, গুম/গুপ্তহত্যা/ক্রসফায়ার এর বিপক্ষে কথা বলায় একটি দলের লোক বানানো হচ্ছে। কোন গুমই মেনে নেয়া যায় না। সুজনের উদাহরণ দিয়েছি কারণ এই একটা মাত্র মামলায় অপরাধী কারা তা সুস্পষ্টভাবে প্রমাণ হয়েছে। এই মামলা ধরে আগালে ইলিয়াস আলীর মতো মামলাগুলোর ব্যাপারটাও পরিস্কার হয়ে যাবে। অথচ ……
সময় কথা বলে বলেছেনঃ
মি: মাজেদ আপনি ১নম্বরের বাকশালী চামচা । রং হেডেট নেত্রীর চামচারা অবশ্য ত্রর চাইতে আর ভাল কি হবে।
attractive male বলেছেনঃ
@ jibon অতীত এর সব ঘটনার বিচার হোক। এটা আমি চাই। কিন্তু তা নিরপেক্ষভাবে হোক। বিচার যেই করুক সম্পূর্ণ নিরপেক্ষভাবে করুক। নিজের দলের বা নিজের আত্মীয় হলেও ছাড় দিবে না। সম্পূর্ণ ন্যায়সঙ্গত ভাবে বিচার হোক। কিন্তু ভাই সেটা কি হবে? আপনিই বলুন।
@ নির্বাসিত পথিক পাপ করে পাপিষ্ঠী জইল্লা মরে ঘর গুষ্ঠী । কথাটা কতখানি ঠিক তা নিয়ে আমি ডিবেট এ যাব না। আপনি যাদের নাম লিখেছেন তারা সবাই অনারেবল পারসন। তাদের সাথে অন্যায় হয়েছে এটা আমি মানি। তাই বলে একই ঘটনার পুনরায় ঘটান কি উচিৎ? তাহলে এটা কুকুর কামড় দিয়েছে আমিও কুকুর কে কামড় দিব এরকম হয়ে গেল না? অন্যায় যেই করুক শাস্তি তার হক এটা সবার দাবী হওয়া উচিৎ। কিন্তু নিরপেক্ষভাবে হোক। আশা করি এই নিয়ে আর কনফিউশন থাকবে না।
মামুন আহেমদ বলেছেনঃ
ভাই মাহী জামান,
“তার মনে রাখা উচিত ছিল বিএনপি র্যাবকে কখনোই বিরোধীদের রাজনৈতিক কর্মসূচী ভন্ডুল করতে কিংবা রাজনৈতিক নেতাদের দমনে ব্যবহার করেনি। সময়ের অপরিহার্য প্রয়োজনে প্রতিষ্ঠা হয়েছিল র্যাব।”
সময়ের সেই অপরিহার্য প্রয়োজনটা কি সেটা বললেই ভালো করতেন ।আপনি যেহেতু বলেননি আমিই বলি……… র্যাব গঠন করা হয়েছিল তখনকার বাংলা ভাই নামক জঙ্গিদের কে দমন করার জন্য ।যা কিনা আপনার নেত্রিরা দুধ কলা দিয়ে পুষেছিল যা পরে তাদের জন্যই কাল সাপ হয়ে যায় । তাই এই কাল সাপ গুলুকে শেষ করার জন্যই র্যাব গঠন করা ।
Majed বলেছেনঃ
আমি ভাই বাকশালী চামছা
আপনাদের মত তিন নম্বর-বাচ্চা নই।
আপনারা ভাই জামাতি নচ্ছারদের চামছা
বাকশাল বলে তাই মুখে ফুটে খই।
যাকে তোমরা রঙ হেডেড জানো
তার হেড তাও বাংলাদেশের প্রাণ।
তোমাদের নেত্রীতো ভাই হেড-লেস
অযোগ্য, মূর্খ, কলঙ্কিত জীবন-মান।
Engr Ashraf বলেছেনঃ
ছি:! আবু সুফিয়ান…। আপনি এমন নির্লজ্জ পক্খপাতমুলক লেখা লিখলেন!
আবু সুফিয়ান_অনুসন্ধানী প্রতিবেদক বলেছেনঃ
@, Engr Ashraf, ভাই উত্তেজিত না হয় একটু মন দিয়ে পড়ুন। আপনি প্রকৌশলী। হুটহাট একটা মন্তব্য করে দিলেন! গুম/গুপ্তহত্যা/ক্রসফায়ার এর বিপক্ষে কথা বলায় একটি দলের লোক বানানো হচ্ছে। কোন গুমই মেনে নেয়া যায় না। সুজনের উদাহরণ দিয়েছি কারণ এই একটা মাত্র মামলায় অপরাধী কারা তা সুস্পষ্টভাবে প্রমাণ হয়েছে। এই মামলা ধরে আগালে ইলিয়াস আলীর মতো মামলাগুলোর ব্যাপারটাও পরিস্কার হয়ে যাবে। অথচ এটা না ভেবে ছি.. ছি বলা শুরু করলেন? তাড়াহুড়ো সিদ্ধান্ত নিলে পেশাগত জীবনে বিপদে পড়বেন!! ভালো থাকুন।
মোঃ আব্দুর রাজ্জাক বলেছেনঃ
বিতর্কটা জমে উঠেছে।
আরো মতামত আসুক, আরো বেশি সমৃদ্ধ হওয়া যাবে।
আবু সুফিয়ান_অনুসন্ধানী প্রতিবেদক বলেছেনঃ
@মোঃ আব্দুর রাজ্জাক , ধন্যবাদ।
muhit বলেছেনঃ
রাইটার মে বি ইনভলড ইন এ্যাবডাকটিং ইলিয়াস আলী
আবু সুফিয়ান_অনুসন্ধানী প্রতিবেদক বলেছেনঃ
@muhit, র্যাব এ খবর দেন!
আরিফ বলেছেনঃ
আমরা বাঙালি আমাদের প্রথম সমস্যা হচ্ছে আমরা অনেক সমালোচনা করতে পছন্দ করি। ভাই আওয়ামীলীগ আর বিএনপি এরা কি কেউ ভালো মানুষ সব তো চোরের দল। এই সুদীর্ঘ ৪১ বছরে আমরা কোন যায়গায় আছি আর তার পাশাপাশি অনান্য দেশ দেখেন কোথায় গেছে। মানুষের জীবন যাত্তা কোথায় চলে গেছে…
নিতিমালা, আইন এগুলো কি আর আমাদের দেশের জন্য খাটে যে দেশে টাকা হলে সব পাওয়া যায় সেই দেশে আইন, নিতিমাল দিয়ে কোন লাভ নাই। যতদিন আমাদের সরকার, রাজনীতি বিদরা ভালো না হবেন কিছুই হবে না। গনতন্ত্র গনতন্ত্র করে কি লাভ আসলেই কি আমরা গনতন্ত্র এর মধ্য বাস করছি !!! এই সব গনতন্ত্র ফনতন্ত্র দিয়ে কোন লাভ নাই যতদিন নিজতন্ত্র ঠিক হবে না আর আমাদের রাজনীতি বিদ এবং সরকারের মন ভাব ঠিক হবে না। এরা কোন দিনই চায় না বাংলা দেশের মানুসের জীবন উন্নত হোক কারন তাতে ওনাদেরই ক্ষতি।। তাই হয় এই ওল্ডিস্ট দের গলা ধাক্কা দিয়ে বের করে দিতে হবে নয়তো প্রতিহত করতে হবে ভালো লোক জন দের আসতে দিতে হবে।। তা না হলে একদিন এই বাংলাদেশ প্রস্টিটিউট কলনি হলেও অবাক হব না। মানে এটা হবে সবার ফেলার জায়গা…।।
আবু সুফিয়ান_অনুসন্ধানী প্রতিবেদক বলেছেনঃ
@আরিফ, ধন্যবাদ।
Hasan বলেছেনঃ
আপনাদের কি চট্টগ্রামের নিখোজ ব্যবসায়ী ও বি এন পি নেতা জামাল উদ্দিনের কথা মনে আছে ৷তখন বেগম জিয়া ক্ষমতায় ছিলেন ৷ আমরা কি তখন বিচার পেয়েছিলাম ৷ না কি বিষয়টি ভুলে যাব ৷
আবু সুফিয়ান_অনুসন্ধানী প্রতিবেদক বলেছেনঃ
@Hasan, গুম/ক্রসফায়ার/গুপ্তহত্যার বিচার চাই।
Hasan বলেছেনঃ
মাহি জামান সাহেবের কাছে কয়েকটি প্রশ্ন ?
২০০১ সালের অক্টোবরে বিএনপি ক্ষমতায় আসার পরে
খালেদা জিয়ার সভাপতিত্বে ৯ ডিসেম্বর ২০০২ অনুষ্ঠিত বৈঠকে মহীসোপানের দাবি ২০০৪ সালের মধ্যে জাতিসংঘে পেশ করার সঠিক সিদ্ধান্ত হয়েছিল। নইলে স্থলভাগের দুই-তৃতীয়াংশের সমান সমুদ্রসীমা ‘হাতছাড়া’ হতে পারে-এ কথা বলে ড. মোশাররফকে আহ্বায়ক করে খালেদা জিয়া ১৫ সদস্যের কমিটি করে দিয়েছিলেন। ঐ কমিটি কি কাজ করেছিল ? ড. মোশাররফ জাতিসংঘে কি প্রস্তাব দিয়েছিলেন? এ বিষয়ে কি অগ্রগতি হয়েছিল ? এ প্রশ্ন গুলোর উত্তর জানা প্রয়োজন ৷
আমাদের তালপট্টি দ্বীপটি যখন ভারত নিয়ে নিল, তখন আমাদের তালপট্টি দ্বীপটি উদ্বারের বিষয়ে বিএনপির কাজের আজ পর্যন্ত অগ্রগতি কি ?
ফারাক্কা বাধ প্রসংগে এ পর্যন্ত বিএনপি কি কাজ করেছে বিএনপির কাজের আজ পর্যন্ত অগ্রগতি কি ? একই কথা টিপাই মুখ বাধ প্রসংগেও বলা যায় ?
বিএনপির সময়ে সীমান্তে সংঘটিত হত্যা কান্ড গুলোর বিষয়ে এ পর্যন্ত বিএনপি কি কাজ করেছে, এবিষয়ে আজ পর্যন্ত অগ্রগতি কি ?
এখন বি এন পি ক্ষমতায় আসলেই কি আমরা ভারতের থাবা থেকে মুক্তি পাব ?
Majed বলেছেনঃ
হাসান ভাই, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।
কিন্তু এটা নিশ্চিত যে, বিডি ব্লগে আপনার প্রশ্নগুলোর উত্তর পাওয়ার আশা নাই।
শুধু মাত্র শেখ হাসিনা অথবা বর্তমান সরকারের বিরুদ্ধে মনগড়া, ভিত্তিহীন কিছু লিখলে অনেক উত্তরদাতা, শুভকাঙ্খি, মন্তব্যকারী ও বাহবাদানকারী পেয়ে যাবেন। অনেকে আপনাকে সেরা ব্লগার ঘোষণা দিয়ে দিতে পারেন। অলীক সমালোচনা, স্বপ্নে পাওয়া বস্তু, গুম-তত্ত্ব, মন্ত্রী কাহিনী ইততদির অনেক ফান এখানে পাওয়া যায়। তবে আমরা কিছু লোক আছি আপনার মত এসব প্রশ্নের উত্তর খুজি, কিন্তু পাই না।