সাগর-রুনি হত্যাকাণ্ড: ব্লগারদের পরবর্তী কর্মসূচি- প্রতিবাদ সঙ্গীত

আবু সুফিয়ান_অনুসন্ধানী প্রতিবেদক
Published : 5 May 2012, 03:28 PM
Updated : 5 May 2012, 03:28 PM

সাংবাদিক নেতারা চা খেয়ে আন্দোলন পেছানোর পর ধারাবাহিকভাবে প্রতিবাদ জানিয়ে আসছেন বাংলা ভাষার ব্লগাররা।

সবশেষ, গত ২৭শে এপ্রিল রোড পেইন্টিং এর মাধ্যমে প্রতিবাদ জানায় বাংলা ভাষার ব্লগাররা। "আমরা ব্লগার" – নানা দাবি সম্বলিত প্ল্যাকার্ডের নিচে লেখা পরিচয়ে এভাবেই বাংলা ভাষার ব্লগাররা জানান যে, শুধু শীতাতপ নিয়ন্ত্রিত রুমে কিবোর্ড আর মাউস নিয়ে বসে বসে কম্পিউটারে ঝড় তোলাই যথেষ্ট নয়। (আমরা ব্লগার কোন সংগঠনের নাম নয়)। তাই তেতে ওঠা রাজপথে নেমেছেন ব্লগাররা। চলছে ধারাবাহিক প্রতিবাদ। সাংবাদিক দম্পত্তি সাগর-রুনির খুনি সনাক্ত, গ্রেফতার ও বিচারের দাবিতে আন্দোলন চলবে।

আমাদের পরবর্তী কর্মসূচি কি?

আগামী ১১ই মে (শুক্রবার) জাতীয় জাদুঘর এর সামনে প্রতিবাদ সঙ্গীতের (পথ সঙ্গীত) আয়োজন করা হবে। কাজ আগাচ্ছে। ব্লগার সোহেল মাহমুদ, ব্লগার মাহবুব ও ব্লগার আরিফ মাঠ পর্যায়ে কাজ করছেন। আগামী ৭ই মে কর্মসূচির বিস্তারিত আপডেট জানানো হবে।

আরেকটা কথা… কর্মসূচিতে সবার অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আপনাদের ই-মেইল অ্যাড্রেস এবং মোবাইল নম্বর সোহেল মাহমুদকে (sohelmahamud@gmail.com) পাঠানোর অনুরোধ করছি।