সাগর-রুনি হত্যাকাণ্ড: ব্লগারদের পরের কর্মসূচি?

আবু সুফিয়ান_অনুসন্ধানী প্রতিবেদক
Published : 16 May 2012, 06:14 PM
Updated : 16 May 2012, 06:14 PM

সচেতন ব্লগার। সচেতন নাগরিক।

তাতো সবাই জানেন। চা খেয়ে আন্দোলন পেছানোর খবরও অজানা নয় কারো। আর তারপর? সে তো এখন ইতিহাস হতে চলেছে। ভার্চুয়াল জগতের ব্লগাররা গ্রীষ্মের খরতাপে তেতে ওঠা রাজপথে নেমেছেন ‍"চা খাবো না, খুনি ধরুন" শ্লোগান দিয়ে। বুকে বুনো হাতির সাহস। আর কণ্ঠে "চলছে লড়াই চলবে। ব্লগাররা লড়বে"।

সবশেষ, ১৫ই মে'তে সাংবাদিকদের সাথে হাতে হাত ধরে হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও। সেদিন সাংবাদিক নেতারা ঘোষণা করেছেন একমাসের কর্মসূচি। আছি আমরাও। সে কর্মসূচিতে সংহতি জানাই। আমাদের করণীয়? সেটা এখনই ঠিক করতে হবে। আমরা কি একদিন বসতে পারি না আবার? হতে পারে হরতালের (বৃহস্পতিবার) পরের দিন (শুক্রবার, ১৮ই মে)

বিকেল ৩টায়? ব্লগারস চত্বরে – যে চত্বর থেকে ভার্চুয়াল জগতের ব্লগাররা রাজপথে নেমেছিলেন? কারা আসছেন?

সম্ভব না হলে, নতুন তারিখ ঠিক করা যেতে পারে!

ফাইট উইথ মাইট।