৯২০ জন ব্লগার এবং সাংবাদিক নেতার “দালাল সমাচার”

আবু সুফিয়ান_অনুসন্ধানী প্রতিবেদক
Published : 8 June 2012, 04:54 AM
Updated : 8 June 2012, 04:54 AM

ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর একাংশের মহাসচিব আবদুল জলিল ভুঁইয়া ব্লগারদের তীব্র সমালোচনা করেছেন।

সাগর-রুনি হত্যাকাণ্ডের পর সাংবাদিক নেতাদের নিয়ে ব্লগ এ সাংবাদিক নেতাদের নিয়ে করা নানা মন্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, ‌"ব্লগে ৯২০ জন আমাদেরকে (সাংবাদিক নেতাদের) দালাল বলেছেন। এর মধ্যে অর্ধেকই সাংবাদিক।"

৭ই জুন অপরাধ বিষয়ক সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন জলিল ভুঁইয়া।

উল্লেখ্য, সাগর-রুনির খুনীদের ধরার দাবিতে গত ৮ই এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা দেয় ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।

কিন্তু, হঠাৎ করেই ৭ই এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের বাসায় "চা" এর দাওয়াত খান সাংবাদিক নেতারা।

"চা" খেয়ে বের হয়ে সাংবাদিক নেতারা জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জানিয়েছেন তদন্তে অগ্রগতি হয়েছে। তাই ঘেরাও কর্মসূচি এক মাস পিছিয়ে দেয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় সাংবাদিক নেতারা আশ্বস্ত হলেও ৮ই এপ্রিল থেকে রাজপথে আন্দোলনে নামেন বাংলা ভাষার ব্লগাররা। সেদিন (৮ই এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন তারা। তারপর থেকেই ধারাবাহিক কর্মসূচি পালন করছেন ব্লগাররা।

স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাসের বাণী দিলেও আদালতে গিয়ে "আমরা ব্যর্থ" বলে নিজেদের দায় স্বীকার করে নেয় পুলিশ।