এত শোক সইব কেমন করে!

আবু তাহের কাজল
Published : 6 Feb 2013, 06:42 PM
Updated : 6 Feb 2013, 06:42 PM

আমার চার বছরের মেয়েটা সবে স্কুল যেতে শুরু করেছে । সে আজ স্কুলে যেতে পারবে না শুনে বেশ মুখ ভার করেছে । তাকে কি বলে বুঝ দেব ভেবে পাচ্ছি না । তার প্রশ্ন হরতাল কেন হয়? কি জবাব দেব ভেবে আকুল হই। জুতসই কোন জবাব খঁজে পাই না । অগত্য চুপ করে ভাবতে থাকি ।এমন সময় দরজার ফাঁক দিয়ে উঁকি দেয় আজকের কাগজখানা । দেখে শিউরে উঠি । হরতালে ঝরে গেছে তরতাজা চারটি প্রাণ । কার স্বার্থে এত প্রাণের অকালে ঝরে পড়া ?আর কত রক্ত চাই মসনদ দখলের আর মসনদ রক্ষার? জানিনা । ভেবে ভেবে আকুল হই । মনে পড়ে সেই অতি পরিচিত একটি গানের কলি । তাকেএকটু বদলে গাইতে থাকি–এত শোক সইব কেমন করে?