আষাঢ়ের প্রথম দিনে বরষার অভিমান

অচিন্ত্য মজুমদার
Published : 15 June 2012, 06:22 PM
Updated : 15 June 2012, 06:22 PM

"নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহি রে, ওগো, আজ তোরা যাসনে ঘরের বাহিরে" কবির এ কবিতা এখন কেমন যেন পাল্টে গেছে …আজ আষাঢ় মাসের প্রথম দিন কিন্তু কোথায় কবির সে বৃষ্টি কোথায় মেঘ। কাঠফাটা রোদ প্রচন্ড গরম। সকাল থেকেই বাদল দিনের প্রথম কদম ফুল খুঁজতে বেরিয়ে পরলাম। ভাবলাম যে ভালবাসার মানুষটি এতদিন দুরে সরিয়ে রেখেছে। তার দরজায় বৃষ্টি ভেজা কদম ফুল নিয়ে দাঁড়ালে হয়ত ফিরাতে পারবেনা। কিন্তু কোথায় সেই ফুল আর কোথায় বৃষ্টি। মনে হচ্ছিল বৃষ্টিপাতের উপর ১৪৪ ধারা জাড়ি করা হয়েছে। নামলেই গুলিকরা হবে। কি আর করা দরজা বন্ধ করে জানালার ধারে বসে আছি। বাতাস ঢুকছে। যে বাতাসে ঠান্ডার কোন ছোঁয়া নেই। ভেতরে আলো জ্বলছে হাল্কা। লেপটপ নিয়ে বসে আছি। ফেসবুক। সাথে রবীন্দ্রনাথের গান। আজি ঝড় ঝড় মুখর বাদল দিনে……