মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী- না লিখে পারলাম না

আদর
Published : 9 August 2011, 04:26 AM
Updated : 9 August 2011, 04:26 AM

সন্তানের লাশ বাবার কাঁধে তোলা কিংবা মায়ের ঢুকরে কেঁদে উঠা। সন্তান হারানোর যন্ত্রনা, কান্না- এ যন্ত্রনা, কান্না চিরদিনের জন্য। মা যতদিন পর্যন্ত বেঁচে থাকেন, ততদিন পর্যন্ত সন্তানের জন্য কাঁদেন। সবার চোখের অশ্রু শুকালেও মায়ের চোখের অশ্রু কখনো শুকোবার নয়। দশ মাস দশদিন গর্ভে ধারণ করা কত যে কষ্টের তা একজন মমতাময়ী মা জানেন।ভূমিষ্ট হবার পর থেকে সন্তানকে বুকে আঁকড়ে ধরে মায়েরা স্বপ্ন দেখেন। কখনই অশুভ স্বপ্ন দেখেন না। সন্তানের মৃত্যুমুখ ভুলেও কল্পনায় আনে না। মা শব্দটির অর্থ কি, মা ডাকের মধ্যে কি যাদু মিশে আছে, মায়ের কণ্ঠে খোকা/খুকি ডাকটা কত যে মধুর, কত আনন্দের সেটা আমরা সন্তানেরা জানি, বুঝতে চেষ্টা করি, উপলব্ধি করি।

বিধাতা আপনাকে হয়ত সবকিছুই দিয়েছেন, তারপরও পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার থেকে বঞ্চিত রেখেছেন। কেন?
সে উত্তরটা কেন যেন ধীরে ধীরে আমরা উপলব্ধি করতে পারছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনিও কি উপলব্ধি করতে পারছেন? ভুলেই গেছি যে, উপলব্ধি করার ক্ষমতা থেকে বিধাতা আপনাকে বরাবরই বঞ্চিতই রেখেছেন…

আজকের সমকাল পত্রিকা কি পড়েছেন?