আর কত হারাবো, আর কত কাঁদবো?

আদর
Published : 14 August 2011, 03:55 AM
Updated : 14 August 2011, 03:55 AM

আর কত শোকের সাগরে ভাসব? আর কত নীরবে অশ্রু বিসর্জন করবো? আর কত হারাবো মেধাবী মুখ? পপগুরুর অকাল প্রয়াণ, কাঁদলাম। সাগর কেড়ে নিল, কাঁদলাম। সাজানো নাটকে হত্যা করা হলো তরতাজা কয়েকটি প্রাণ, কাঁদলাম। মিরসরাই ট্রাজেডি, কাঁদলাম। হৃদয়ের ক্ষত শুকাতে না শুকাতে, চোখের জল মুছতে না মুছতে আবারো অশ্রু ঝরছে। পড়তে পারছি না। ঝাপসা দেখছি। স্বজন হারানোর বেদনা নিয়ে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন "নিরাপদ সড়ক চাই" শ্লোগানে যুদ্ধ ঘোষণা করেছিলেন। এতটা বছর পেরিয়ে গেল- তবুও আমরা নিরাপদ সড়ক পেলাম না। আমরা শুধু হারাচ্ছি, কাঁদছি, লিখছি, ক্যামেরার সামনে বসে বিশ্বকে জানাচ্ছি শোকের সংবাদ। আর কতদিন এভাবে কাঁদবো আমরা? আমরা কি কখনই উজ্জ্বল নক্ষত্রদের স্বাভাবিক মৃত্যু কামনা করতে পারবো না? আমরা শ্রদ্ধা দিয়ে, ভালবাসা দিয়ে, হৃদয়ের সবটুকু মমতা দিয়ে বিধাতার কাছে প্রার্থনা করি- এদেশের উজ্জ্বল নক্ষত্রদের তুমি তাড়াতাড়ি নিও না, উনাদের ভীষণ প্রয়োজন, দেশের জন্য, দেশের মানুষের জন্য, সর্বোপরি তোমার সৃষ্টি এই পৃথিবীর জন্য।