মাদকের নীল বিষের চেয়েও বিষাক্ত…

আদর
Published : 15 August 2011, 07:47 AM
Updated : 15 August 2011, 07:47 AM

হেরোইন, গাঁজা, ফেনসিডিল, ইয়াবা- কত নাম। সবটাই নেশার। নিশ্চিত মৃত্যুর হাতছানি। মাদকাসক্ত সন্তানকে বাঁচাতে ব্যাকুল অভিভাবক। অস্থির পরিজনরা। গড়ে উঠেছে নিরাময় কেন্দ্র। সঙ্গদোষে অথবা অভিভাবকের ভুল শাসনে মৃত্যু অবধারিত জেনেও পা বাড়ায় নেশার অন্ধকার জগতে। মাদকের ক্ষতিকর দিক নিয়ে, মাদকাসক্তদের অন্ধকার জগত থেকে ফেরাতে মনীষীরা লিখে যাচ্ছেন। সচেতনতা বৃদ্ধিতে কত প্রতিষ্ঠান বিরামহীনভাবে কাজ করছে। মাদক মাদকাসক্তকে মৃত্যুর মুখে নিয়ে যায়, অন্যকে নয়। ক্ষতি একজনের, কান্না সবার। এই মৃত্যুগুলো কারো কাম্য না হলেও মুত্যুগুলোকে মেনে নেওয়া যায়, কারণ- মনকে সান্তনা দেবার ব্যাখ্যা আছে। মাদকের ভয়াবহ দিক জেনেও মাদক সেবনে আগ্রহী হয়ে উঠে। যারা মাদক গ্রহণ করে তাদের ভাল মন্দ বোঝার ক্ষমতাও আছে। তারপরও নিষিদ্ধ পথের পথিক হয়।

দেশপ্রেম বুকে ধারণ করে প্রতিটি মানুষ দেশের জন্য, দেশের মানুষের জন্য, উন্নয়নের জন্য কিছু একটা করতে চায়। ছোটবেলা থেকে আমরা যখন বুঝতে শিখেছি, পড়তে শিখেছি- তখন থেকেই দেশপ্রেম উপলব্ধি করতে শিখেছি। এককভাবে দেশের জন্য কিছু একটা করা কঠিন। তাইতো স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে যখন ভর্তি হই, তখন কেমন করে যেন একাত্মতা ঘোষণা করি। শৈশব, স্কুল জীবনের বন্ধুটিও দলগত আদর্শের কারণে শত্রু হয়ে যায়। আদর্শগত কারণে আঘাত করতেও পিছপা হই না। সকালে যে শত্রু, বিকেলেই সে বন্ধু নয়ত সকালে যে বন্ধু, বিকেলেই সে শত্রু – এটা অবিশ্বাস্য হলেও সত্য যে দলের আদর্শকে অনুসরণ করতে যেয়ে এমন ঘটনার জন্ম নেয়। একটা সময় আমরা চরম স্বার্থপর হয়ে যাই। লোভ আমাদের ধীরে ধীরে গ্রাস করতে থাকে। লালিত দেশপ্রেমটা অদৃশ্য হতে থাকে। অদৃশ্য হয়ে যায়। অভিনেতা হয়ে যাই। প্রতারক হয়ে যাই। সবকিছুতেই প্রাপ্তির হিসেব কষি। যোগ বিয়োগে পারদর্শী হয়ে উঠি। দেশপ্রেমটা হয় পেশা পরবর্তীতে পেশা থেকে নেশায় পরিণত হয়। ধ্বংসের খেলায় মেতে উঠি। রক্ত ঝরে, অশ্রু ঝরে, কলকারখানা বন্ধ হয়ে যায়, পিচ ঢাকা পথ লালবর্ণ ধারণ করে, ধাওয়া-পাল্টা ধাওয়া, লাশ নিয়ে টানা হেঁচড়া, সংবাদ সম্মেলন-পাল্টা সংবাদ সম্মেলন, দোষী সাব্যস্ত করতে তর্কযুদ্ধে লিপ্ত হওয়া- আরো কত কি। আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নতির বদলে ধ্বংস ডেকে আনি, উন্নয়নের গতিকে থামিয়ে দিই। যা কিছুই করি দলগত আদর্শে অনুপ্রাণিত হয়েই করি। এই আমাদের দেশপ্রেম। মাদকের নেশার চেয়েও ভয়ংকর এ নেশা। মাদক ধ্বংস করে ব্যক্তিকে, আর এ দেশপ্রেম ও দলগত আদর্শের বাস্তবায়নের নেশা ধ্বংস করে পুরো দেশকে, পুরো জাতিকে। পদদলিত করে ত্রিশ লক্ষ শহীদের স্বপ্নকে।