প্রেমিক বিয়েতে রাজি না হওয়ায় অন্তঃসত্ত্বা তরুণীর আত্মহত্যা

অ্যাডভোকেট মাজহারুল ইসলাম মারুফ
Published : 4 May 2012, 04:27 AM
Updated : 4 May 2012, 04:27 AM

২৪-৪-১২ তারিখের একটি ঘটনা সম্পর্কে-
[দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থাকার পরও প্রেমিক বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকা রুবেনা সুলতানা তন্বী আত্মহত্যা করেছেন।
রামপুরা থানায় আটক তন্বীর প্রেমিক অম্লান পুলিশকে জানিয়েছেন, '২৩ এপ্রিল তন্বী আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমি বিয়েতে রাজি হইনি। আমার মা এ বিয়েতে রাজি হবে না। কারণ আমি হিন্দু ও আর তন্বী মুসলমান…]
……………………………………………
প্রেম করার সময় মা এর কথা মনে ছিল না? মনে ছিল না আপনি হিন্দু ,সে মুসলিম? বিয়ের সময় সব কিছু মনে হয় সব …(একটা গালি দিলাম) ! মেয়েটা কে অন্তঃসত্ত্বা করার সময় মনে ছিলনা মা এর কথা? ধর্মের কথা? সব মনে পরে স্বার্থ উদ্ধার হলে!! আপনার স্বার্থ উদ্ধার হল আর মেয়েটা জীবন দিল। আপনাদের জন্যই প্রেমকে মানুষ খারাপ চোখে দেখে। মেয়েটা যেহেতু আপনার স্বার্থের স্বীকার হয়ে মারা গেছে আপনারও মরে যাওয়া উচিত। আপনি তো ইচ্ছা করে মরবেন না আপনাকে ফাঁসি দেয়া উচিত।

মেয়ের অভিভাবকদেরকে বলছি আপনার মেয়ে কি করে কার সাথে ঘুরে সেটা খোঁজ নেয়ার দায়িত্ব আপনাদের। আপনাদের তদারকির ব্যর্থতায় অনেক মেয়েরা নির্যাতিত হয় ,জীবন দিয়ে দেয়।
আপনার বোন,আপনার মেয়ে কোথায় যায়,কি করে,কার সাথে ঘোরে, তার খোঁজ যদি আপনি ঠিকভাবে না রাখেন তবে হয়তো আপনাকেও একদিন কাঁদতে হতে পার।
শুধু বোন-মেয়েরই না, ছেলে-ভাইদেরও ভালোভাবে খোঁজ না রাখলে তারা এ রকম ঘটনা ঘটাতে পারে। তাই সাবধান।