আত্মহত্যাই সব কিছুর সমাধান না

অ্যাডভোকেট মাজহারুল ইসলাম মারুফ
Published : 6 May 2012, 05:34 AM
Updated : 6 May 2012, 05:34 AM

[এলিফ্যান্ট রোডের ৫৯ নম্বর বাড়ির চতুর্থতলার একটি ফ্ল্যাট থেকে ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করা এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে কিছুদিন আগে।পুলিশের ধারণা প্রেমঘটিত কারণে ফারিয়া চৌধুরী (১৬) নামে ম্যাপললিফ ইন্টারন্যাশনাল স্কুলের 'ও' লেভেলের ওই ছাত্রী আত্মহত্যা করে।]
……………………………………….।

জীবনের মূল্য কি শুধু এই প্রেম ভালোবাসা?
আপনি আত্মহত্যা করলেন হয়তো কোন অভিমান নিয়ে,হয়তো প্রেম ভালবাসার কোন একটা অভিমান নিয়ে,
আপনি কি জানতেন না আত্মহত্যা মহাপাপ?এই খারাপ চিন্তা করার আগে আপনার একবারও মনে হয়নি,আপনার পরিবারের ভালবাসার কথা যারা ছোট বেলা থেকে আপনাকে বড় করেছে?আপনি তো অভিমান করে চলে গেছেন,কি লাভ হল যাদের উপর অভিমান করে চলে গেলেন তারা হয়তো বেঁচে থাকবে আনন্দে,৪০ দিন আপনাকে হয়তো মনে রাখবে আপনার নামে মিলাদ মাহফিল পরানোর জন্য,তার পর সবাই ভুলে যেতে থাকবে আপনাকে, আর কেউ মনে রাখবে না।এটাই স্বাভাবিক।

প্রশ্ন গুলো যে আত্মহত্যা করছে,তাকে বললে তো আর সে শুনবে না কথা গুলো তাই আপনাদের জন্যই রেখে যাই।যেন আপনারা আবেগের বশীভূত হয়ে অভিমান করে এই ভুলটা না করেন।মনে রাখবেন জীবনের মূল্য অনেক,আত্মহত্যাই সব কিছুর সমাধান না।।

[গতকালকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পারিবারিক কলহের জের ধরে শ্বাসরোধে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন পল্লী চিকিৎসক প্রকাশ বড়ুয়া(৪০)]

এই ভুল কাজগুলি আর কতদিন করে চলবে মানুষ ,কবে ফিরে আসবে তাদের বিবেক বুদ্ধি??
সবার স্বাভাবিক সুন্দর জীবন কামনা করছি।।