ভুলত্রুটি যাই হোক আমি বাংলাদেশ ক্রিকেটকে ভালবাসি

অ্যাডভোকেট মাজহারুল ইসলাম মারুফ
Published : 7 May 2012, 10:13 AM
Updated : 7 May 2012, 10:13 AM

[ফেসবুকে কিছু পেজে আজকেও দেখলাম শাহাদাত হোসেন রাজীব এর পিকচার দিয়ে লিখছে ১ লাইক=১০ জুতা…হায় হায় আমাদের দেশের একজন সম্পদকে এইভাবে অপমান,তাও আবার সেই ত্রিদেশীয় বিশ্বকাপ এর পুরাতন কথা নিয়ে। তাই কিছু লিখতে বাধ্য হলাম]

সব দোষ নাকি শাহাদাত এর…..!!
লাস্ট ওভারে বাংলাদেশের কোন প্লেয়ার কি কোনদিন ১৯ রান দেয় নি,শাহাদাত ১৯ রান দিছে তাতে কি মহাভারত অশুদ্দ হয়ে গেছে ?
এই ১৯ রান দেয়াই নাকি পরাজয়ের কারন…!!!
৬২ বলে ১৬ রান করা নাজিমের কি কোন দোষ নেই ?সেটাও বাদ দিলাম,তখন না হয় রান ভাল ছিল …
৬৩ বলে ২৮ রান করা নাসিরুদ্দিন…!!!
সে নিঃসন্দেহে এক জন ভাল প্লেয়ার,তবুও আমি অবাক হই,যখন পাওয়ারপ্লেতে টি-২০ এর মত খেলতে হবে তখন সে টেস্ট ম্যাচ খেলছিল বলে মনে হয়েছে ।
শাহাদাতের ৬ বলে যদি ১৯ করতে পারে পাকিস্তানের একজন মামুলি ব্যাটসম্যান,তবে বাংলাদেশ এর সহ-অধিনায়ক মাহামুদুল্লাহ কি ৬ বলে ৯ করতে পারে না? আর বোলার আইযাযও তো শাহাদাতের থেকে ভাল বলে ও মনে হয় না…

দোষ এই তিন ব্যাটসমান এর যারা নিজেদের সমর্থ তুলে ধরতে পারে নাই…
ভুল ত্রুটি যাই হোক আমি বাংলাদেশ ক্রিকেট কে ভালবাসি আমি সব সময় বাংলাদেশ এর পাশে ছিলাম ও থাকব।।