বাংলাদেশের ঘরোয়া ফুটবলে বড় সমস্যা নিম্নমানের রেফারি

আফসান আরিফ
Published : 7 August 2011, 04:46 AM
Updated : 7 August 2011, 04:46 AM

বাংলাদেশের ঘরোয়া ফুটবল ম্যাচ পরিচালনার জন্য ভাল বিশ্ব মানের রেফারির অভাব রয়েছে । ফলে প্রায় প্রত্যেক ম্যাচ এ রেফারিকে নিয়ে বিতর্ক দেখা দেয়।অনেক সময় ম্যাচ হেরে রেফারির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে। বিগ ম্যাচ এ রেফারিকে খেলোয়ার কর্তৃক লাঞ্ছিত হতে হয়। এর জন্য শুধু খেলোয়ারদের দোষ দেয়া যায় না, বিতর্কিতভাবে ম্যাচ পরিচালনাও সমান দায়ী। কোটি টাকার ফাইনাল ২০১১ আবাহনী ও মোহামেডান ম্যাচে রেফারির ভুমিকা ছিল বিতর্কিত। রেফারী ও খেলোয়ারদের তর্কে অনেক সময় নষ্ট হয়। রেফারী কিছু অদ্ভুত সিদ্ধান্ত দেন। এতে খেলার স্বাভাবিক নষ্ট হয়।

যাই হোক ভাল মানের রেফারি তৈরি করার জন্য বাফুফে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে পারে। ভাল মানের রেফারিকে খেলোয়াড়েরা সম্মান জানাবে। খেলোয়ারদের রেফারির প্রতি শ্রদ্ধা বাড়াতে ক্লাব ও বাফুফে বিশেষ নৈতিক ক্লাস চালু করতে পারে। বড় ম্যাচ এ বিদেশি রেফারি প্রয়োজন।