ঢাবিতে মাতৃত্বকালীন ছুটি নিয়ে জটিলতা

আফসান আরিফ
Published : 9 August 2011, 02:41 AM
Updated : 9 August 2011, 02:41 AM

বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্রীদের মাতৃত্বকালীন সময়ে ছুটি নেই। যদি কোন ছাত্রী এই সমস্যার সম্মুখীন হয় তবে সেই ছাত্রীকে অনেক জটিলতার সামনে পরতে হয়। ক্লাস হতে শুরু করে পরীক্ষা কোন কিছুতেই ছাড় দেওয়া হয় না। শিক্ষক ও কর্তৃপক্ষ কেউ এ ব্যাপারে ভাল কোন সমাধান দিতে পারে না। কর্তৃপক্ষের এর মতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনে এ সম্পর্কে কোন নির্দেশনা নাই। ফলে ঐ ছাত্রীকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে পরে এবং বাধ্য হয়ে সেমিস্টার গ্যাপ দিতে হয়, অথচ সরকারি চাকরি ক্ষেত্রে মহিলাদের জন্য ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি বরাদ্দ আছে। বাংলাদেশ সরকার বেসরকারি প্রতিষ্ঠানকে এই ছুটি কার্যকর করার জন্য নির্দেশ দিয়েছে।

মানবিক ও বাস্তবতা উপলব্ধি করে এ বিষয়ে কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারে।