ধামইরহাটে বিদ্যুতপৃষ্ট হয়ে একজনের মৃত্যু

আ.ন.ম আফজাল হোসেন
Published : 29 April 2012, 05:12 AM
Updated : 29 April 2012, 05:12 AM

নওগা, ধামইরহাট: কেবল টিভির তার লাগাতে গিয়ে চণ্ডিপুর গ্রামের হুময়ুনের ছেলে মো: সাজেদুর রহমান সাজু (২২) বিদ্যুতপৃষ্ট হয়ে মারা গেল।

গত কাল ২৮ এপ্রিল বেলা ১১ টার দিকে স্থানীয় রাজ কেবল নেটওয়ার্কের মালিকের নির্দেশে সাজু ৩৩ হাজার কেভির লাইনের সাথে কেবল টিভির কেবল সংযোগ দিতে গেলে শল্পী বাজারের কাছেই এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর সাজুর মরদেহ প্রায় দু'ঘন্টা বিদ্যুতের খুটি আর তারের সাথে ঝুলে ছিল। ধামইরহাট থানা পুলিশ ও পল্লী বিদ্যুত বিভাগের সহায়তায় তার মরদেহ মাটিতে নামানো হয়। এ ব্যাপারে ধামইরহাট থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে। তবে দুষি রাজ কেবল নেটওয়ার্কের কাউকে গ্রেফতার করা হয়নি। জনমনে প্রশ্ন বিদ্যুতের খুটিতে অন্য কেবল সংযোগ কি বৈধ? পিতা হুমায়ুনের দরিদ্র পরিবারের একমাত্র কর্মক্ষম ছেলে সাজুর অভাব কে পুরণ করবে?