গ্যালারি থেকে: মোহাম্মদ হাফিজ ও উমর গুলের অলরাউণ্ড পারফরম্যান্সের কাছে বাংলাদেশের হার

মোঃ মুজিব উল্লাহ
Published : 11 March 2012, 07:09 PM
Updated : 11 March 2012, 07:09 PM

মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ১১ ই মার্চে অনুষ্ঠিত একাদশতম এশিয়া কাপ ক্রিকেটের উদ্ভোধনী ম্যাচে মোহাম্মদ হাফিজ ও উমর গুলের অলরাউণ্ড পারফরম্যান্সে পাকিস্তান স্বাগতিক বাংলাদেশকে ২১ রানে হারিয়ে শুভ সূচনা করেছে।

রাজনৈতিক অস্থিরতার কারণে অর্ধফাঁকা স্টেডিয়ামে দিবা রাত্রির এ ম্যাচে টস হেরে পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে হাফিজ, জামশেদের জোড়া অর্ধশতক ও উমর গুলের ঝড়োগতির ৩৯ রানের সুবাধে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬২ রান সংগ্রহ করে। বাংলাদেশ দলের বোলারদের মধ্যে শাহাদাত সর্বোচ্চ ৩ টি ঊইকেট লাভ করেন।

জবাবে তামিম, সাকিবের অর্ধশতক ও নাসির হোসেনের দুরন্ত ৪৭ রানের কল্যাণে ম্যাচ জয়ের আশা জাগিয়েও শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে স্বাগতিক বাংলাদেশ ৪৮.১ ওভারে ২৪১ রানে অলআউট হয়ে যায়। উমর গুল শেষ দিকে দূর্দান্ত বোলিং করে সর্বোচ্চ ৩ টি উইকেট লাভ করেন।

ব্যাটে বলে অসাধারণ পারফরম্যান্সের কারণে মোহাম্মদ হাফিজ ম্যান অব দ্যা ম্যাচ হন। আগামী ১৩ তারিখে একই ভেন্যুতে পরবর্তী দিবা-রাত্রির ম্যাচে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ভারত ও শ্রীলংকা পরস্পর মুখোমুখি হবে।

সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ২৬১/৮ (৫০ ওভারে: হাফিজ ৮৯, জামশেদ ৫৪, গুল ৩৯; শাহাদাত ৩/৫৩, সাকিব ২/৪১, রাজ্জাক ১/৪৩)
বাংলাদেশ ২৪১/১০ (৪৮.১ ওভারে: তামিম ৬৪, সাকিব ৬৪, নাসির ৪৭; গুল ৩/৫৮, হাফিজ ২/৪০, আজমল ২/৪৫)
ফলাফল: পাকিস্তান ২১ রানে জয়ী।
ম্যান অব দ্যা ম্যাচ: মোহাম্মদ হাফিজ (পাকিস্তান)