স্কয়ার ড্রাইভ: স্পটলাইট শচীনের উপর, মঙ্গলবার ভারত ও শ্রীলংকা মুখোমুখি

মোঃ মুজিব উল্লাহ
Published : 12 March 2012, 03:15 PM
Updated : 12 March 2012, 03:15 PM

`ব্যাট উঁচিয়ে ধরছেন কিংবদন্তী শচীন। অবশেষে স্বস্তির ছাপ! শতকের শতক যে হল! ইতিহাসের স্বাক্ষী মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে উপস্থিত সকল দর্শক দাঁড়িয়ে সম্মাণ জানাচ্ছে। আকাশে আতশবাজি ফুটছে। বাংলাদেশের হোম অব ক্রিকেটও গভীরভাবে সম্মাণিত। ` এমনই এক সম্ভাবনাকে সামনে রেখে মঙ্গলবার মিরপুরে এশিয়া কাপের ২য় ম্যাচে বিশ্বকাপজয়ী ও এশিয়া কাপের ডিফেণ্ডিং চ্যাম্পিয়ন ভারত ও বিশ্বকাপ রানার্সআপ, শক্তিশালী শ্রীলংকা পরস্পরের মোকাবেলা করবে। বিপর্যস্ত ভারতের সামনে উজ্জীবিত লঙ্কানরা। দিবারাত্রির এ ম্যাচকে ঘিরে সবকিছু ছাপিয়ে শচীন!

বিশ্বকাপের পর বিশ্বজয়ী ভারতের চরম দূর্দশা চলছে। বিদেশের মাটিতে টানা ৮ টেস্টে হার। ওয়ানডেতেও ব্যর্থতা। শেভাগ-ধোনির দ্বন্দ্বের গুন্জন। `সিনিয়রদের হটাও` সোচ্চার রব। ফলশ্রুতিতে রাহুলের ক্রিকেটকে বিদায়। লিটল মাস্টারও ক্যারিয়ারের অন্তিমপ্রহরে। ওদিকে ভারত আবার এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন। দলে আছেন ইতিহাস গড়ার অপেক্ষায় থাকা সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার ব্যাটিং জিনিয়াস শচীন, ইনফর্ম গাম্ভীর ও কোহলি, ক্যাপ্টেন কুল ধোনি। রায়না, রোহিত, জাদেজা, ইউসুফ পাঠানের সমন্বয়ে গড়া প্রতিশ্রুতিশীল লেট মিডল অর্ডার। তাই ব্যাটিংই ভারতের মূল ভরসা। তবে শেভাগ ও জহিরের অভিজ্ঞতাকে তারা মিস করবে। জহিরবিহীন বোলিং ইউনিটে প্রাভিন, বাংলার দিন্দা, ইরফান, আশ্বিনই প্রধান সৈনিক। রাহুল শর্মাও কম যান না। ব্যাটিংয়ের গভীরতা ও বৈচিত্র্যময় বোলিং এ্যাটাকের জন্য অনেকের চোখেই ভারত এশিয়া কাপে ফেভারিট। এ ম্যাচের একাদশে জাদেজা ও ইরফান খেলছেন বলে সূত্রগুলো জানায়। তৃতীয় পেসার হিসবে দিন্দাকে দেখা যেতে পারে। ঐদিকে শচীনের সাথে ওপেনিংয়ে জাদেজা, ইরফানের নাম শোনা যাচ্ছে। সেক্ষেত্রে গাম্ভীর তিনে ব্যাট করবেন। তবে শেষ মুহূর্তে ভারতীয় একাদশে পরিবর্তন আসলেও আসতে পারে।

সম্ভাব্য ভারতীয় দল: ১। শচীন টেণ্ডুলকার ২। গৌতম গাম্ভীর ৩। বিরাট কোহলি ৪। রোহিত শর্মা ৫। সুরেশ রায়না ৬। মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক) ৭। রবীন্দ্র জাদেজা ৮। ইরফান পাঠান ৯। রবিচন্দ্র আশ্বিন ১০। প্রাভিন কুমার ১১। বিনয় কুমার/অশোক দিন্দা

স্পটলাইটে: অনেক আগে থেকেই যেখানেই খেলতে যান সেখানেই আলোচনার কেন্দ্রে শচীন।১২ মার্চে দক্ষিণ আফ্রিকার বিরূদ্ধে নাগপুরে ৯৯ তম শতরান। এরপর টেস্ট ও ওয়ানডে মিলিয়ে আরো ২২ টি ম্যাচ। সেই ঐতিহাসিক শতকের দেখা নেই। পারবেন কী এ ম্যাচে করতে কাঙ্খিত শতক? মিরপুর অপেক্ষা করে আছে ইতিহাস হওয়ার জন্য!

নজর রাখুন: সুরেশ রায়না একজন হার্ডহিটার ব্যাটসম্যান ও চৌকস ফিল্ডার। সম্প্রতি ভিবি সিরিজে ভালো করতে পারেন নি। জ্বলে উঠার অপেক্ষায় উপমহাদেশের উইকেটে। শেবাগ, যুবরাজবিহীন ভারত যে তাকিয়ে তার দিকে!

তারকা খেলোয়াড়: সর্বশেষ ইংল্যাণ্ড ও অস্ট্রেলিয়া সিরিজের পর বিশ্বকাপজয়ী দলনেতা মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্ব ব্যাপক প্রশ্নবিদ্ধ। ভিবি সিরিজে ব্যাটে রান ফিরলেও অধিনায়কত্বে নেই জাদুর পরশ। দারুণ চাপের মুখে সদা হাসিমুখে থাকা ধোনি। এশিয়া কাপ ধরে রাখাই যে তার অগ্নিপরীক্ষা! চাপের মুখেই বেরিয়ে আসে ধোনির সহজাত খেলা। কাল কী সেই দিন?

বিশ্বকাপের পরে খেই হারিয়ে ফেলেছিল ওয়ার্ল্ড কাপ রানার্সআপ শ্রীলংকা। দলের বিপর্যয়ে হাল ধরলেন জয়াবর্ধনে। দ্বিতীয় মেয়াদে অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে দলকে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। সর্বশেষ ভিবি সিরিজে শ্রীলংকা প্রায় শিরোপা জিততে চলেছিল। দলে আছেন অভিজ্ঞ সাঙ্গাকারা, দিলশান, মালিঙ্গা, কুলাসেকারা, তরুণ চাণ্ডিমাল, ম্যাথুস,থারাঙ্গা।। মাহারুফ পরীক্ষিত অলরাউণ্ডার। স্পিন ডিপার্টমেন্টই কেবল অনভিজ্ঞ। টূর্ণামেন্টের অন্যতম ব্যালান্সড দল। মূল একাদশে স্পিনার হিসেবে প্রসন্নের খেলার সম্ভাবনা বেশী। লাহিরু ও থারাঙ্গার মাঝে উভয়ই খেলবেন নাকি একজন খেলবেন তা পরিস্কার নয়। উভয়ই খেললে পেরেরা ও মাহারুফ থেকে একজন বাদ পড়তে পারেন।

সম্ভাব্য শ্রীলংকা দল: ১। মাহেলা জয়াবর্ধনে (অধিনায়ক) ২। তিলাকারত্মে দিলশান ৩। কুমার সাঙ্গাকারা (উইকেটরক্ষক) ৪। দিনেশ চান্দিমাল ৫। এ্যান্জেলো ম্যাথুস ৬। লাহিরু থিরিমানে/উপুল থারাঙ্গা ৭। থিসারা পেরেরা ৮। পারভেজ মাহারুফ ৯। নুয়ান কুলাসেকারা ১০। সাচিত্রা সেনানায়েকে/সিকুজি প্রসন্ন ১১। লাসিথ মালিঙ্গা

স্পটলাইটে: দিলশান ভিবি সিরিজে ফর্মে ফিরেছেন। বিস্ফোরক এ ব্যাটসম্যানের ভারতের বিরুদ্ধে ভাল খেলার রেকর্ড রয়েছে। সেই সাথে বোলিংএ তার দলকে সময়োপযোগী ব্রেকথ্রু এনে দেবার ক্ষমতা ও ফিল্ডিংয়ে অসাধারণ নৈপূণ্যের কারণে ভারতের থিংক ট্যাংকের দুশ্চিন্তার অন্যতম কারণ।

নজর রাখুন: এ্যান্জেলো ম্যাথুস বর্তমান ক্রিকেটে একজন প্রতিভাবান অলরাউণ্ডার। তীক্ষ্ম ক্রিকেটীয় মেধা, ঠাণ্ডা মাথায় পরিস্থতি অনুযায়ী ব্যাট করার ক্ষমতা, চটপটে ফিল্ডিং এবং কার্যকরী স্লো মিডিয়াম পেস বোলিংয়ের মাধ্যমে যে কোন ম্যাচ একাই ঘুরিয়ে দিতে পারেন।

তারকা খেলোয়াড়: লাসিথ মালিঙ্গা বর্তমানে অন্যতম সেরা বোলার। বিধ্বংসী ইয়ংকার ও পাওয়ার প্লেতে কার্যকরী বোলিং করার ক্ষেত্রে অদ্বিতীয়। তবে সম্প্রতি তিনি ভিবি সিরিজে ভারতের বিরুদ্ধে ৭.৪ ওভারে ৯৬ রান দিয়ে ১ উইকেট পান। এছাড়াও ক্যরিয়ারে ১১৫ ম্যাচে ২৫.৯৬ গড়ে ১৮৫ উইকেটের কাছে ভারতের বিপক্ষে ২৩ ম্যাচে ৪২.৫৩ গড়ে পাওয়া ২৬ উইকেট নিষ্প্রভই মনে হয়। নিজেকে প্রমাণের তাগিদও যে আছে তার!

১ম ম্যাচের মত এ ম্যাচেও টস অনেক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। দুই দলই চাইবে রান তাড়া করতে। এ উইকেটে একটু বাড়তি টার্ণ থাকতে পারে বলে ২৫০-২৬০ রান হল ফাইটিং স্কোর। তবে দুদলেই যেহেতু বিগ হিটাররা আছেন তাই হাই স্কোরিং ম্যাচের সম্ভাবনাকেও উড়িয়ে দেয়া যায় না।

ভারত ও শ্রীলংকা এ পর্যন্ত ১৩৩ বার মুখোমুখি হয়েছে। ভারতের জয় ৭০ লঙ্কানদের ৫১। নিকট অতীতের ইতিহাস ভারতের পক্ষে। কাগজে কলমেও অপেক্ষাকৃত শক্তিশালী। জহির, শেভাগ বিহীন ভারতকে হারাতে পারবে কী ইনফর্ম দিলশান, সাঙ্গাকারা, চান্দিমাল,মালিঙ্গা ও কুলসেকারারা নাকি লিটল মাস্টারের নান্দনিক ব্যাটিংয়ে উতরে যাবে ভারত ? এ ম্যাচ কী তবে ইতিহাস গড়ার ম্যাচ? জানতে খেলা দেখুন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ও চোখ রাখুন টিভির পর্দায় ১৩ ই মার্চ দুপুর ২ টায়।

১২।০৩।২০১২ ইং