‘দ্বৈপায়ন’ সাহিত্য পত্রিকার উদ্বোধন

অমিতকুমার বিশ্বাস
Published : 8 July 2014, 01:33 PM
Updated : 8 July 2014, 01:33 PM

গত ৬ জুলাই রবিবার বাংলা ভাষার কিংবদন্তি কবি বিনয় মজুমদারের বসত বাড়িতে অবস্থিত 'বিনয় মজুমদার সাধারণ গ্রন্থাগার'-এ করলেন কবি তীর্থঙ্কর মৈত্র। এদিন উদ্বোধকের হাতে পত্রিকাটি তুলে দেন কবি তমাল বন্দ্যোপাধ্যায়। পত্রিকাটি সম্পাদনা করেছেন অমিতকুমার বিশ্বাস এবং প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের সীমান্ত শহর তথা লিটিল ম্যাগাজিনের শহর নামে প্রসিদ্ধ বনগাঁ থেকে। এবারের সংখ্যাটি গদ্য সংখ্যা। এই সংখ্যায় লিখেছেন বিভাস রায়চৌধুরী , মলয় গোস্বামী , তীর্থঙ্কর মৈত্র ,সুবীর সরকার, মাসুদার রহমান , সমরেশ মুখোপাধ্যায়, সপ্তর্ষি হোড় , শঙ্কর দেবনাথ, শূদ্রক উপাধ্যায় রুপাই পান্তি, শুদ্ধেন্দু চক্রবর্তী, বিশ্বজিৎ কর্মকার, শান্তনু হালদার, বাবলু রায় ও অমিতকুমার বিশ্বাস । পত্রিকাটি এবার ১৩ বছরে পা দিল।