লোকপুরাণ/ সুবীর সরকার/ হাওয়াকল/ ১২০ টাকা

অমিতকুমার বিশ্বাস
Published : 16 August 2014, 03:37 PM
Updated : 16 August 2014, 03:37 PM

কবিতা আর গদ্যের মাঝে খুঁটিপুতে বসে আছে আবহমান মানুষ, হাতে তার চড়ুই আর লোকমানবের ছায়া-প্রচ্ছায়া। শীতের শেষ বেলায় খড়ের আগুন জ্বেলে লিখছে তাঁর 'স্মৃতি-সত্তা- ভবিষ্যৎ'। তিনি কবি সুবীর সরকার। নব্বইয়ের শক্তিমান কবি। প্রচার বিমুখ মানুষ। চলার পথে স্পষ্ট পায়ের ছাপ রেখে যান ২০১৩ সালে 'হাওয়াকল' থেকে প্রকাশিত মুক্তগদ্যের বই 'লোকপুরাণ'-এ। লোকপুরাণই বটে। আবহমান মানুষ এসে ভিড় করে এখানে। কবিতার মতো কুহকে মোড়া গদ্যে সুবীর সরকার বুনে চলেন প্রান্তিক মানুষের এক চেতনা। হাট-বাজার- গ্রাম- গঞ্জের মধ্যে দিয়ে হেরম্ব হেঁটে চলেছে জীবনের এক কখনও শেষ না হওয়া হাওয়ার শরীর ভেদ করে । বনভূমির ছায়া- কায়া- মায়া এসে লাগে পাতার পর পাতায় আর উড়ে উড়ে চলে আমাদের ডানাওয়ালা হৃদপুকুর এসপার থেকে ওসপার। পড়ুন ।

ভালো লাগবেই।