কবি সুবীর সরকারের কবিতার ই-বুক ‘বাবার চশমা, সোনার ফ্রেম’

অমিতকুমার বিশ্বাস
Published : 22 August 2014, 06:24 PM
Updated : 22 August 2014, 06:24 PM

আজ আমাদের সুখের দিন, কারণ এই মাত্র 'কাঁটাতার প্রকাশন' (অনলাইন সাহিত্য পত্রিকা 'অচেনা যাত্রী ও মুদ্রিত সাহিত্য পত্রিকা 'দ্বৈপায়ন' -এর যৌথ উদ্যোগ) থেকে প্রকাশিত হল নয়ের দশকের শক্তিমান কবি সুবীর সরকারের কবিতার ই-বুক 'বাবার চশমা, সোনার ফ্রেম'। অসামান্য কবিতায় ভরপুর কাব্যগ্রন্থটি পাঠকমহলে যে নিঃসন্দেহে সাড়া ফেলবে- এতে কোনো সন্দেহ নেই।

ই-বুক কাব্যগ্রন্থ পাঠ করে তাৎক্ষনিক উপলব্ধি জানিয়েছেন বাংলাদেশের কাব্য নাবিক কবি শিমুল মাহমুদ। তিনি বলেছেন,

বাবার চশমা, সোনার ফ্রেম। ১৮টি কবিতা প্রযত্নের সাথে পাঠ করে হতবাক হলাম। কবি সুবীর সরকার কবিতায় নিজের থেকেও আশ্চর্য সাবলীল। তাঁর কবিতাবুননকৌশল একেবারেই স্বতন্ত্র যতটা না নিজে স্বতন্ত্র তার থেকেও বেশি রহস্য ও ঘোর মিশ্রত অথচ কবিতায় এই রহস্য ও ঘোর তৈরি করতে তাঁকে একটুও কৃত্রিমতার আশ্রয় নিতে হয়নি বরং ছোট ছোট শব্দ বন্ধনে অবলীলায় তিনি তাঁর কবিতায় তৈরি করে ফেলেন এমন এক অর্থময় জগত যে জগত আমাদেরকে নিজের আয়নার সামনে নিজেকে বসিয়ে ভাবতে বাধ্য করে; উন্মোচন করে দেয় এমন এক জোড়া চোখ যে চোখের অভাবে আমরা অথবা বলা যায় সাদা চোখে আপত আমরা নিজেকে আর নিজেদের পারিপার্শ্বকে দেখতে না পেলেও সুবীরের কবিতার চোখ নিজের চোখে গেঁথে নিলে আমরা যা দেখে ফেলি তা এক বিস্মিত বাস্তবতার জগত যে জগতে একমাত্র সুবীরের কবিতার মধ্য দিয়েই প্রবেশ সম্ভব। আর তাঁর ভালোবাসা তাঁর মতই অতলান্ত যা আবারো বোঝা গেলো তাঁর উৎসর্গপর্বের নাম দুটো দেখে। কবির জন্য ভালোবাসা অথৈ।

 

ই-বুক কাব্যগ্রন্থের লিংক:
http://achenayatri.blogspot.in/p/blog-page_22.html

পড়ুন বন্ধুরা। ভালো থাকুন, ভালো থাকার মতো।