তৃতীয় বছরে পা দিল উত্তর ২৪ পরগনার (পশ্চিমবঙ্গ) প্রথম অনলাইন বাংলা সাহিত্য পত্রিকা ‘অচেনা যাত্রী’

অমিতকুমার বিশ্বাস
Published : 2 Oct 2015, 06:43 AM
Updated : 2 Oct 2015, 06:43 AM

বাংলা সাহিত্যের এক অসামান্য অনলাইন পত্রিকার নাম  'অচেনা যাত্রী'। জন্ম হয়েছিল ১ অক্টোবর ২০১৩। প্রথম চারটি সংখ্যা পাক্ষিক, তারপর মাসিক, এবং নিয়মিত, প্রতিমাসের ১ তারিখে মোটামুটি প্রকাশিত হত। এযাবৎ পর্যন্ত মোট ২৬ টি সংখ্যা প্রকাশিত হয়েছে। শেষবার প্রকাশিত হয়েছে ১ সেপ্টেম্বর ২০১৫। কিন্তু টানা দু-বছর একটানা  পত্রিকাটি চানানোর পর সম্পাদক কিছুটা ক্লান্ত। এদিকে চারিদিক থেকে বার্তা আসছে 'অচেনা যাত্রী'কে বাঁচিয়ে রাখুন। কিন্তু কীভাবে? কথাসাহিত্যিক দেবাশিস রায়চৌধুরী একটা উপায় বললেন, আর সেটিই আমার দারুণ লাগল।

আপনারা আপনাদের প্রকাশিত গল্প, প্রবন্ধ, মুক্তগদ্য, গুচ্ছ-কবিতা, সাক্ষাৎকার ( গ্রন্থ কিংবা পত্রিকায় ) ইত্যাদি পাঠিয়ে দিন achenayatri@gmail.com-এ অথবা ফেসবুকের মেসেজ-বক্সে Attached File করে ( https://www.facebook.com/amitkumar.biswas.9) । অবশ্যই অভ্রতে টাইপ করে ওয়ার্ড ফাইল করে লেখা পাঠাবেন। প্রুফ দেখেই পাঠাবেন। আমার পক্ষে প্রুফ সংশোধন করা সম্ভব হবে না। কোথা থেকে পুনর্মুদ্রিত হল জানাবেন। পাঠানো লেখা আমার সময়মতো পোস্ট করব। আর অবশ্যই পাঠানো লেখা দুর্বল হলে প্রকাশ করা নাও হতে পারে। 

এই উদ্যোগে আমাদের পত্রিকাটাও বাঁচে আর আপনার লেখাটাও দূরদূরান্ত ছড়িয়েপড়ে।
ধন্যবাদ।

www.achenayatri.blogspot.com