ধংসের পথে নাট্যকার দীনবন্ধু মিত্রের বাড়ি

অমিতকুমার বিশ্বাস
Published : 3 Oct 2015, 07:05 PM
Updated : 3 Oct 2015, 07:05 PM

ধংসের পথে নাট্যকার দীনবন্ধু মিত্রের বাড়ি … বাড়ির 'ওয়াল' – লোকে দিচ্ছে ঘুঁটে… সময় খাচ্চে চেটে লাপুটে সাপুটে… চলুন ভুলে যাই ভুলে যাই চুলোয় যাই চুলোয় যাই। দেখুন দেখুন পড়ুন পড়ুন উহ আহ করুন। করুণ করুণ দশা। মশা বড্ড কামড়াচ্ছে মশা। করুণ দশা। রক্ত খাচ্ছে ইতিহাসের রক্ত খাচ্ছে বোধের খাচ্ছে খাচ্ছে দেখুন দেখুন দেখুন কী মজা কী মজা রাজা খায় ব্যাঙ ভাজা কী মজা হরিদাসের বুলবুল ভাজা খেতে মজা টাটকা গজা আমরা বনগাঁবাসী আমরা গর্বিত এই ঘুঁটে সেই পেটে বুলবুল বুলবুল ভাজা টাটকা গজা গাঁজা নিয়ে ভাবুন ভাবুন গাজা সিরিয়া ভুলুন ভুলুন চলুন বাড়ির পাশের চৌবেড়িয়ায় চলুন চলুন এখানে প্রসাব করিবেন , না করিলে জরিমানা হইবে এখানে এখানে চলুন তুলুন তুলুন ভগ্নশ্রী হতশ্রী ঘুঁটেশ্রী চলুন চলুন বলুন তুলুন এখানে প্রসাব করিবেন , না করিলে জরিমানা হইবে…

পুনশ্চ:  শুধু পশ্চিমবঙ্গ নয়, দীনবন্ধু মিত্র গোটা বাংলা তথা বাংলা সাহিত্যের সম্পদ। স্বাধীনতার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে তাঁর মহান কীর্তি। অথচ তিনি কত অবহেলিত!

ছবি সৌজন্যেঃ তমাল বন্দ্যোপাধ্যায়, ২০১৪  (https://www.facebook.com/tamal.bandyopadhyay.79?pnref=story)