রাজশাহীর পদ্মার পাড়

আহমদ আল হুসাইন
Published : 20 Sept 2014, 08:25 AM
Updated : 20 Sept 2014, 08:25 AM

গত রোজার ঈদের পর আমি বন্ধু শশাঙ্ক আর ফয়সাল ঘুরতে গিয়েছিলাম রাজশাহীতে । সাহেব বাজার নেমে রাজশাহীর বিখ্যাত বড় মসজিদের পাশ দিয়ে চলে যাওয়া আঁকা বাঁকা রাস্তা পেরিয়ে যখন পদ্মার পাড়ে পৌঁছলাম, তখন রীতিমত অবাক হওয়ার মত অবস্থা।

পদ্মা তখন টগবগে যৌবনে। প্রকৃতির সব সৌন্দর্য যেন এখানে এসেই ঠিকরে পড়েছে। মাথার উপরে চকচকে স্বচ্ছ নীলাকাশ। উপরের দিকে তাকালে যেন নিজের চেহারা দেখা যায়। আকাশের বুকে সাদা মেঘের লুকোচুরি সত্যি ই খুব বেশি দৃষ্টিনন্দন । আমরা এভাবেই প্রকৃতির প্রেমে পড়ি ।